কলকাতা: গতবারের চ্যাম্পিয়ন। এবার ডুরান্ড কাপে (Durand Cup 2024) তাই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে খেতাব রক্ষার লড়াই।
আর সেই খেতাব রক্ষার অভিযানে প্রথম ম্যাচেই অজানা প্রতিপক্ষের সামনে পরীক্ষা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার সন্ধ্যায় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানের সামনে উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ছিল ডাউনটাউন হিরোজ়। মোহনবাগান শিবির থেকে ম্যাচের আগের দিনই বলা হয়েছিল যে, ডাউনটাউন হিরোজ়ের বিরুদ্ধে এর আগে কোনও দিন না খেলার জন্য সতর্ক থেকে মাঠে নামবে তারা।
শেষ পর্যন্ত সুহেল ভাটের গোলে ডাউনটাউন হিরোজ়কে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। তবে বাগান শিবিরের আশঙ্কা যে অমূলক ছিল না, তা প্রমাণ করে দিল ডাউনটাউন হিরোজ়। ম্যাচ জিততে রীতিমতো বেগ পেতে হল গতবার আইএসএলে লিগ-শিল্ড জয়ী মোহনবাগানকে।
ঘটনা হচ্ছে, জম্মু ও কাশ্মীরের, আরও নিখুঁতভাবে বললে শ্রীনগরের দলের বিরুদ্ধে মোহনবাগান শিবিরে স্বস্তি দিলেন এমন একজন, যিনি নিজে ভূস্বর্গের ফুটবলার। সুহেল ভাট গতবারও ডুরান্ড কাপে গোল পেয়েছিলেন। এবারও ফের সেই ডুরান্ড কাপেই গোল করলেন। ম্যাচের শেষে তিনি বলছিলেন, 'ফের গোল পেয়ে ভাল লাগছে। ডাউনটাউন হিরোজ খুব ভাল দল, ভাল লড়াই করেছে। তবে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পেরেছি, সেটাই সবচেয়ে স্বস্তিদায়ক।'
ম্যাচে বল দখলের লড়াইয়ে সমানে সমানে টক্কর হয়েছে। মোহনবাগানের চেয়ে কখনও কখনও বলের দখলে এগিয়ে থাকছিল ডাউনটাউন হিরোজ। মোহনবাগান যেখানে গোটা ম্যাচে ৮টি শট নেয়, সেখানে ১২ শট নিয়েছে ডাউনটাউন হিরোজ। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে আশিস রাইয়ের ক্রস থেকে দ্রুত গতিতে বক্সের ভেতর ঢুকে পা ছুঁইয়ে মোহনবাগানকে ১-০ এগিয়ে দেন সুহেল।
গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি।
আরও পড়ুন: দিমিত্রি-জিকসনকে রেখে ডুরান্ড কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ইস্টবেঙ্গলের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।