কলকাতা: আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে একই গ্রুপে রাখা হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব - ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানকে (Mohun Bagan)। অন্য দিকে, অপর গ্রুপে রাখা হয়েছে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ক্লাবকে।


সব মিলিয়ে ২৬টি অংশ নেবে আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে। ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার আইএফএ অফিসে ক্লাবগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই গ্রুপ বিন্যাস করা হয়। লিগের উদ্বোধনী ম্যাচে আগামী ২৫ জুন মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব নজরুল ইসলাম, সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝা। ২৫ জুন লিগ শুরু হলেও বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ কবে হবে, তা এখনও ঠিক হয়নি।                                  


গ্রুপ এ-তে রয়েছে মহমেডান এসসি, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান ক্লাব, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এসি ও পাঠচক্র। গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর, পিয়ারলেস, কাস্টমস, পুলিশ এসি, রেনবো এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে ও টালিগঞ্জ অগ্রগামী।




আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করেছে আইএফএ। আগামীকাল থেকে কলকাতা এয়ারলাইন্স ক্লাবে চারদিন ধরে চলবে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন প্রাক্তন ফিফা রেফারি ইনস্ট্রাক্টর জাপানের ইসিয়ামা নোবরু। বৃহস্পতিবার আইএফএ অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি  ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ কুমার ঝা।                   


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে মমতার দাপটে জয়ী কলকাতা, পিয়ালি জেতালেন মালদাকে