East Bengal: ডুরান্ড হতাশা ভুলতে মরিয়া ইস্টবেঙ্গল, আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ৪ গোলে ওড়াল
IFA Shield 2025: বুধবার শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল । ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট ছিল ।

কলকাতা: ডুরান্ড কাপে ট্রফির সামনে থেকে ফিরতে হয়েছিল । সেই হতাশা কাটিয়ে উঠতে মরিয়া লাল-হলুদ শিবির । আইএফএ শিল্ডে (IFA Shield 2025) বিরাট জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal) ।
বুধবার শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল । ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট ছিল । ম্য়াচের ২১ মিনিটে প্রথম গোলের দরজা খুলে দিলেন জয় গুপ্তা । চলতি মরশুমে এই ভারতীয় ফুটবলার এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন । সুযোগসন্ধানী ফুটবলারই এদিন ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন । মিগুয়েলের ফ্রি-কিক বাঁচিয়ে দিয়েছিলেন শ্রীনিধি ডেকানের গোলকিপার । ফিরতি বল পান জয় গুপ্তা । তিনি গোলপোস্টের সামনেই ছিলেন । নিখুঁত দক্ষতায় তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন । ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ ।
জবরদস্ত জিকসন 💪🔴🟡#JoyEastBengal #IFAShield pic.twitter.com/2tdsSlEw1p
— East Bengal FC (@eastbengal_fc) October 8, 2025
সেই গোলের ১৫ মিনিটের মধ্যে ফের গোল ইস্টবেঙ্গলের । ৩৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান মার্তন্ড রায়না । বিপিন সিংহের ভাসানো বল ধরে নিখুঁত হেডে গোল করেন তিনি । বিরতির ঠিক আগে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দেন রায়না । ডেকান গোলকিপার আদিলের পক্ষে তাঁর হেড রুখে দেওয়া সম্ভব হয়নি ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের দাপট আরও বাড়ে । শ্রীনিধি ডেকান পাল্টা লড়াই করতেই পারেনি । বরং লাল-হলুদ ঝড়ে আরও কোণঠাসা হয়ে যায় তারা । দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল । ৪৮ মিনিটে ৩-০ গোলে ব্যবধান বাড়ান হামিদ আহদাদ । ভলি থেকে অসাধারণ ফিনিশ করেন হামিদ । দ্বিতীয় গোলের ক্ষেত্রেও সহায়তা করেন বিপিন সিংহ । আহদাদের শট শ্রীনিধি ডেকানের গোলকিপার আদিল সেভ করার চেষ্টাই করতে পারেননি ।
FT | A perfect start to the IFA Shield! 💪
— East Bengal FC (@eastbengal_fc) October 8, 2025
On to the next one! 📈#JoyEastBengal #IFAShield pic.twitter.com/YkGFcdfT8j
তৃতীয় গোলের তিন মিনিটের মাথায়, ম্যাচের ৫১ মিনিটে চতুর্থ গোল ইস্টবেঙ্গলের । এবার গোলদাতা জিকসন সিংহ । জিকসনের মাথার নিখুঁত টাচ নেটের একবারে কোণ দিয়ে গোলে ঢুকে যায় ।






















