East Bengal vs Mohun Bagan: ৯০ মিনিটের জন্য ক্ষোভ ভুলে সমর্থন করুন, আর্জি মোহনবাগান কোচের, হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল
IFA Shield: চলতি মরশুমে দুবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দু'বারই জিতেছে ইস্টবেঙ্গল।

কলকাতা: চলতি মরশুমে দুবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দু'বারই জিতেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে লাল-হলুদের সিনিয়র দল জিতেছিল ২-১ গোলে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল জিতেছিল ৩-২ গোলে। শনিবার আইএফএ শিল্ড ফাইনালে মরশুমে তৃতীয় সাক্ষাৎ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। টানা তিনটি ডার্বি জিতে ইস্টবেঙ্গলের সামনে হ্যাটট্রিক করার সুযোগ। মোহনবাগান কি এবার হিসেব বদলে দেবে?
ইউনাইটেডকে স্পোর্টসকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে ওঠার পরেও সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ইরান সফর বাতিল করার প্রতিবাদে এখনও ক্ষোভে ফুঁসছে সবুজ-মেরুন জনতা। কলকাতায় কোচিং কেরিয়ারে এমন বিরল ঘটনা আগে দেখেননি বাগান কোচ হোসে মোলিনা। ভাঙচুর করা হয়েছিল দিমিত্রি পেত্রাতোসের গাড়ি। পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শনিবার ফাইনালে এমন পরিস্থিতি চান না মোলিনা। ৯০ মিনিটের জন্য নিজেদের অবস্থান ভুলে দলকে সমর্থন করার অনুরোধ জানালেন মোহনবাগাবাগানকে জোড়া ট্রফি দেওয়া কোচ।
শিল্ড ফাইনালের আগে মোলিনা বলেছেন, 'সমর্থকদের উদ্দেশে বলতে চাই, পরিস্থিতি যাই হোক না কেন সব ভুলে অন্তত ৯০ মিনিট দলকে সমর্থন করুন। তারপর আবার নিজেদের অবস্থানে ফিরে যান। ফ্যানরা যা করছে, সেটা ঠিক নয়। আমরা এএফসি টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। ফুটবলাররা যেতে চায়নি। আমার কোনও সমস্যা ছিল না। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। জিততে হবে। তাহলে সমর্থকেরা খুশি হবে। আমরা ট্রফি জিততে চাই। আমি চাই সমর্থকরা মাঠে এসে আমাদের হয়ে গলা ফাটান। আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করুন। সমর্থকেরা সবসময় গুরুত্বপূর্ণ। ডার্বিতে আরও জরুরি। আমি নিশ্চিত ইস্টবেঙ্গলের ভক্তরা ওদের সমর্থন করতে গ্যালারি ভরাবে। আমরা এবার সাপোর্টারদের ১০০ শতাংশ সমর্থন পাইনি। এটা আমাদের পরিস্থিতি আরও কঠিন করবে। ফ্যানদের মাঠে আসতে অনুরোধ করব। আমাদের কলকাতা ডার্বি জিততে সাহায্য করুন।'
এদিন অনুশীলনের পর বিকেলে সাংবাদিক সম্মেলনে আসেননি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। বদলে সহকারী কোচ বিনো জর্জ এসেছিলেন। তিনি বলেন, 'আমরা প্রতিপক্ষকে সমীহ করছি। সবাই জানে ওরা শক্তিশালী দল। প্রতিটা বিভাগেই ভাল ফুটবলার রয়েছে। তবে দল হিসাবে ইস্টবেঙ্গলও অন্যতম সেরা। আমরা জানি এই প্রতিযোগিতার গুরুত্ব। ২৯ বার এই ট্রফি জিতেছি। ৩০ নম্বর বার জেতার জন্যই কাল মাঠে নামব।' বিনো আরও বলেন, 'ডার্বি একটা আবেগের ম্যাচ দুটো দলের কাছেই। ডার্বিতে সব সময় ইস্টবেঙ্গল, মোহহনবাগান দু'দলই জিততে চায়। এ বছর ইস্টবেঙ্গল ভাল দল গড়েছে। ব্যক্তিগত দক্ষতাতেও আমরা ওদের পাল্লা দিতে তৈরি।'






















