কলকাতা: শুক্রবার, ২৯ নভেম্বর, রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারানোর পর লাল-হলুদ শিবিরে খুশির চেয়ে স্বস্তি বেশি। আইএসএলে (ISL 2024-25) আট ম্যাচ পরে জয় পায় ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভাবে ভাল ফর্মে থাকা নর্থইস্টকে সারা ম্যাচে একটির বেশি গোলে শট নিতে দেয়নি মশাল-বাহিনী। ২৩ মিনিটের মাথায় দিমিত্রিয়স দিয়ামান্তাকসের দেওয়া গোলেই চলতি লিগে প্রথমবারের জন্য তারা তিন পয়েন্ট যোগ করল লিগ টেবলে।
East Bengal: নর্থইস্টকে হারিয়েই সলের নজর চেন্নাইয়িনের দিকে, দলের মানসিকতার প্রশংসায় ইস্টবেঙ্গল তারকা তালাল
ABP Ananda
Updated at:
01 Dec 2024 07:31 AM (IST)
Edited By: Rishav Roy
ISL 2024-25: নর্থইস্টকে হারালেও এখনও লিগ তালিকায় কিন্তু সবার নীচেই রয়েছে ইস্টবেঙ্গল।
তালালদের লিগের প্রথম জয় উদযাপন (ছবি: ইস্টবেঙ্গল এক্স)
NEXT
PREV
ফুটবল (football) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
01 Dec 2024 07:31 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -