East Bengal vs Dempo SC: সুপার কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল, বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র
Super Cup: নতুন ভাবে ফিরেছে সেই ডেম্পো । কোচ অস্কার ব্রুজোর ছেলেরা তাদের বিরুদ্ধেই হোঁচট খেলেন ।

কলকাতা: আইএফএ শিল্ডের ফাইনালে উঠেও হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে । মরশুমের প্রথম ট্রফি জেতার লক্ষ্যে মরিয়া এখন ইস্টবেঙ্গল (East Bengal) । মোহনবাগানের কাছে পরাজয়ের ক্ষত ভুলতে সুপার কাপে নেমেছিল শনিবার । এবং প্রতিপক্ষ ছিল এমন এক দল, যারা ন’বছর আগে ভারতীয় ফুটবলের মূলস্রোত থেকে সরে গিয়েছিল । নতুন ভাবে ফিরেছে সেই ডেম্পো । কোচ অস্কার ব্রুজোর ছেলেরা তাদের বিরুদ্ধেই হোঁচট খেলেন । বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ৬ বিদেশি ফুটবলার নিয়ে খেলা ইস্টবেঙ্গল ।
পাঁচবারের ভারতসেরা ক্লাব ডেম্পো । কয়েক বছর আগে প্রত্যাবর্তনের লড়াই শুরু করে । আপাতত আই লিগে উঠে এসেছে তারা । ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথম সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল । জাপানি তারকা হিরোশির শট ক্রসবারে লেগে প্রতিহত হয় । ৬ মিনিটে ডেম্পোর গোলরক্ষক আশিস সিবি দুরন্ত দক্ষতায় একটি গোল বাঁচান । এরপর ম্যাচের রাশ ছিল লাল-হলুদেরই ।
২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো । যে গোল নিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে । গোলের পর ডেম্পোর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় । নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কোচ সমীর নায়েকের দল ।
তবে দ্বিতীয়ার্ধের ৩৩ সেকেন্ডের মধ্যেই সমতায় ফেরে ইস্টবেঙ্গল । দূরপাল্লার শট নেন আহাদ । ডেম্পোর গোলরক্ষকের হাতে লেগে বল সরাসরি চলে আসে নাওরেম মহেশ সিংহের কাছে । গোল করতে ভুল করেননি তিনি । ৫৭ মিনিটে ফের গোল । লালচুননুঙ্গার দেওয়া বল থেকে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে বাঁ-পায়ে জাল কাঁপান মিগুয়েল । লাল-হলুদ জার্সিতে প্রথম গোল ব্রাজিলীয় তারকার । এরপর দাপট দেখায় ইস্টবেঙ্গল । তবে ম্যাচ শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে, ৮৯ মিনিটে লক্ষীমণরাও রেনের গোলে সমতায় ফেরে ডেম্পো । ২-২ গোলে শেষ হয় ম্যাচ ।
ইস্টবেঙ্গল এগিয়ে থেকেও ড্র করার পর গোলকিপার দেবজিৎ মজুমদারকে নিয়ে তুমুল বিতর্ক । দ্বিতীয় গোলের ক্ষেত্রেও কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন তিনি । এই দেবজিৎকে নামানো নিয়েই কোচ ব্রুজোর সঙ্গে সংঘাত বেঁধেছিল গোলকিপার কোচ সন্দীপ নন্দীর ।
FT | A stalemate in the tournament opener pic.twitter.com/66kePcx6kt
— East Bengal FC (@eastbengal_fc) October 25, 2025






















