(Source: ECI | ABP NEWS)
Asia Cup 2027 Qualification: সিঙ্গাপুরের বিরুদ্ধে লজ্জার হার, এএফসি এশিয়া কাপে খেলার যোগ্যতা হারালেন সুনীলরা
India vs Singapore: গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচে ১-২ ব্যবধানে হেরে যায় ভারত। এই হারের ফলে সুনীল ছেত্রীদের পরের দুটো ম্য়াচ এখন হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার।

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে ফের লজ্জার হারের সাক্ষী থাকল। সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড থেকে ছিটকে গেল ভারতীয় দল। একই সঙ্গে ২০২৭ সৌদি আরবে হতে চলা এএফসি এশিয়া কাপ থেকে ছিটকে গেল সুনীল ছেত্রীর দল। উল্লেখ্য, ভারতীয় দল হার মানল ফিফা ক্রমতালিকায় ১৫৮ তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে।
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচে ১-২ ব্যবধানে হেরে যায় ভারত। এই হারের ফলে সুনীল ছেত্রীদের পরের দুটো ম্য়াচ এখন হয়ে দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার। খেলার শুরুটা দুর্দান্ত হয়েছিল। মাঝমাঠ ও উইংকে সঠিকভাবে ব্যবহার করতে থাকেন সুনীলরা। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় দূরপাল্লার শটে লালিয়ানজুয়ালা ছাংতে ভারতকে এগিয়ে দেন। এরপর টানা ভারতীয় ফুটবল দল আক্রমণ শানাতে থাকে। খেলার ৪৪ মিনিটের মাথায় সিঙ্গাপুরের হয়ে গোল করেন উই ইয়ং সং। ১-১ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ভারতের রক্ষণের ভুলে জোরালো শটে করেন উই ইয়ং সং। ৪ ম্য়াচে ভারতের সংগ্রহ ২ পয়েন্ট। বর্তমানে টিম ইন্ডিয়া চার ম্যাচ থেকে মাত্র দু পয়েন্ট সংগ্রহ করেছে। এই পরিস্থিতিতে আগামী রাউন্ডে যাওয়ার কোন সুযোগই আর ভারতের কাছে থাকছে না।
ভারতীয় দল এই ম্য়াচের আগে তিন ম্য়াচে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে ছিল। বাকি তিন ম্য়াচ জিতে ১১ পয়েন্ট দখলে আনতে পারলে ব্লু টাইগার্সদের মূলপর্বে পৌঁছনোর আশা বজায় ছিল। তবে তারপরেও গুরপ্রীত সিংহ সান্ধুদের যোগ্যতা অর্জন নিশ্চিত নয়। অন্যান্য ফলাফলও ভারতের পক্ষে গেলে তবেই ভারত সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছবে। খালিদ জামিলের কোচিংয়ে খেলা দলের জন্য এটা নিঃসন্দেহেই বেশ কঠিন কাজ। তবে এই ম্যাচের আগে খালিদ জামিল কিন্তু জানিয়ে দিয়েছিলেন তাঁর দল আসন্ন ম্যাচে রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক ফুটবলই খেলবে। পাশাপাশি ইতিবাচক ফলাফল লাভের আশায় দলের খেলোয়াড়দেরও নিজেদের স্তর আরও বাড়ানোর কথা শোনা গিয়েছে ভারতীয় কোচের মুখে। জামিল ম্যাচের আগে সাংবাদিকদের জানান, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং আমরা এটা নিজেদের ঘরের মাঠে খেলছি। আমদের নিঃসন্দেহেই ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে এবং ভাল ফলাফল পেতে হবে। গত ম্য়াচে দশ জন নিয়ে আমরা যেমনটা খেলেছিলাম, সেই খেলাটা ধরে রাখতে হবে। আমরা যেহেতু ঘরের মাঠে খেলছি, তাই আক্রমণাত্মকভাবে আমরা খেলা শুরু করলে ভাল হবে।'
যদিও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিরুদ্ধে হারতে হল ভারতীয় ফুটবল দলকে।























