Indian Football Team: এখনও পাকা হয়নি কোচ, তবে শীঘ্রই ত্রিদেশীয় টুর্নামেন্টে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল

ABP Ananda Updated at: 04 Jul 2024 09:06 PM (IST)
Edited By: Rishav Roy

Indian Football Team Schedule: ভিয়েতনামে একটি ত্রিদেশীয় ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলবে ভারতীয় দল। ভারত এবং আয়োজক ভিয়েতনাম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে লেবানন।

কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে গুরপ্রীতদের (ছবি: পিটিআই)

NEXT PREV










নয়াদিল্লি: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর বরখাস্ত হয়েছেন ইগর স্তিমাচ। তারপর জাতীয় দলের (Indian Football Team) কোচ বাছাইয়ের প্রক্রিয়া এখনও জোরকদমে শুরু হয়নি। তবে ইতিমধ্যেই চূড়ান্ত না হলেও ভারতীয় ফুটবলের দলের আগামী সূচি নির্ধারিত হয়ে গেল। অক্টোবরের ফিফা উইন্ডো চলাকালীন ভিয়েতনামে একটি ত্রিদেশীয় ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলবে ভারতীয় দল। ভারত এবং আয়োজক ভিয়েতনাম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে লেবানন।


গত বছর ভারত ঘরের মাঠে ১১টি ম্যাচ খেলে। তার মধ্যে ন’টিতে জেতে এবং দু’টিতে ড্র করেছিল ব্লু টাইগার্সরা। কিন্তু দেশের বাইরে তাঁদের পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। প্রথমে সেপ্টেম্বরে তাইল্যান্ডে কিংস কাপে ও পরে কুয়ালালামপুরে অক্টোবরে মারডেকা কাপের কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। এ বছর জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপের মূলপর্বেও দু’টি ম্যাচে হারে ভারত। এমনকী কোনও গোল করতে পারেনি তারা।


সম্প্রতি কুয়েত ও কাতারের কাছে হেরে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যায় ভারতীয় দল। এই ব্যর্থতার পরেই দলের হেড কোচ ইগর স্তিমাচকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তারপর কোচ, ফেডারেশনের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা অব্য়াহত। এই ডামাডোলের মধ্যে গুরপ্রীত সিংহ সান্ধুদের নতুন কোচ এসে ভারতীয় দলের হাল ধরার সঙ্গেই সঙ্গেই তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাঁর প্রথম পরীক্ষাই হবে ভিয়েতনামের এই টুর্নামেন্ট। 


ব্লু টাই গার্সদের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিনই হতে চলেছে কারণ সাম্প্রতিক ফিফা ব়্যাঙ্কিং (FIFA Ranking) অনুয়ায়ী ভিয়েতনাম ১১৬ এবং লেবানন ১১৭ নম্বর স্থানে রয়েছে। অর্থাৎ অন্তত ব়্যাঙ্কিংয়ের বিচারে ১২৪ নম্বরে থাকা ভারতের চেয়ে এগিয়ে রয়েছে গুরপ্রীতদের দুই প্রতিপক্ষই। তাই শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে নতুন কোচকে। ভারতের প্রথম খেলা ৯ অক্টোবর। ভিয়েতনামের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে তারা। ১২ অক্টোবর ভারতের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিরুদ্ধে। ১৫ অক্টোবর ভিয়েতনাম বনাম লেবানন ম্যাচের পরে বোঝা যাবে ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে।     


(তথ্য: আইএসএল মিডিয়া) 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 














Published at: 04 Jul 2024 09:04 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.