Kiyan Nassiri: আরও শক্তিশালী হল মোহনবাগান, জামশিদ-পুত্র কিয়ান ফিরলেন সবুজ-মেরুন শিবিরে
Mohun Bagan Super Giant: জামশিদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। তিনি ফিরলেন সবুজ-মেরুন শিবিরে।

কলকাতা: এক বছর পর আবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে ।
জামশিদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন । তিনি ফিরলেন সবুজ-মেরুন শিবিরে । নতুন চুক্তির পর কিয়ান বললেন, ' ফের কলকাতায় ফিরে ভাল লাগছে । সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব । এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু । সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে ।'
কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের তিন বছরের চুক্তি হয়েছে । কিংবদন্তি জামশিদ নাসিরির (Jamshed Nassiri) ছেলে তিনি । কলকাতার ময়দানে বাবার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে প্রথম দিন থেকেই আলাচনা শুরু হয়েছিল । তিনি যে তৈরি, কিয়ান তা জানিয়ে দিয়েছিলেন ডার্বির মঞ্চেই । কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের রেকর্ড এখনও তাঁরই ঝুলিতে । মোহনবাগানের (Mohun Bagan Supergiant) জার্সিতে অভিষেকেই নজর কেড়েছিলেন জামশিদ পুত্র । তবে সবুজ মেরুন দলকে বিদায় জানিয়েছিলেন ২৩ বছরের কিয়ান নাসিরি (Kiyan Nassiri) । ৩ বছরের চুক্তিতে চেন্নাই এফসিতে যোগ দিয়েছিলেন জামশিদ নাসিরির ছেলে । এবার ফিরলেন সবুজ-মেরুন শিবিরে ।
❗𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 : 'Ghorer Chele' Kiyan Nassiri officially joins Mohun Bagan 🔥 pic.twitter.com/QL4SlQ9jR3
— Mohun Bagan Hub (@MohunBaganHub) July 4, 2025
মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা কিয়ানের । এরপর ক্রমাগত ভাল পারফর্ম করে সিনিয়র দলে সুযোগ পান । ২০২২ সালে আইএসএলের ডার্সিতে পরিবর্ত হিসেবে মাঠে এসেছিলেন । আর নেমেই গোল করে তাক লাগিয়ে দেন সবাইকে । তখন বাগানের কোচ ছিলেন হুয়ান ফেরান্দো । স্প্যানিশ কোচের বেশ পছন্দ হয়েছিল কিয়ানকে । গোটা মাঠজুড়ে খেলতে পারেন, যা এই ২৩ বছরের তরুণের বিশেষত্ব । কিন্তু ফেরান্দো কোচের পদ থেকে সরে যাওয়ার পর হাবাস কোচ হয়ে আসেন । বাগান শিবিরে মনবীর, দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোস, জেসন কামিংসদের দাপটে সেভাবে সুযোগই মিলছিল না একাদশে । ১৬ ম্য়াচ খেললেও পরিবর্ত হিসেবেই বেশিরভাগ মাঠে নেমেছেন ।
শুক্রবার মোহনবাগানের তরফে কিয়ানের দলে ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় ।






















