ফ্লোরিডা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে দুই মহাদেশের সেরা হওয়ার দৌড়। এক সপ্তাহের ব্যবধানে শুরু হবে উয়েফা ইউরো (UEFA Euro) ও কোপা আমেরিকার (Copa America) দ্বৈরথ। টুর্নামেন্ট শুরুর আগেই সম্প্রতি এক সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) দাবি করেছিলেন ইউরো জেতা, ইউরোর মান বিশ্বকাপের থেকেও বেশি ভাল। এবার তাঁর এই মন্তব্যের জবাব দিলেন তাঁরই প্রাক্তন ক্লাব সতীর্থ লিওনেল মেসি (Lionel Messi)।
বিশ্বজয়ী তারকা তথা ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক এমবাপে দাবি করেন, 'আমার মতে ইউরো বিশ্বকাপের থেকেও অধিক জটিল। এখানে জেতাটা বেশি কঠিন। আমরা যদি টুর্নামেন্টের গুণগত মান নিয়ে কথা বলি, তাহলে বলব ইউরো জেতাটা বেশি কঠিন কারণ আমরা তো প্রায়শই একে অপরের বিরুদ্ধে খেলি। সকলেরই পরিকল্পনা প্রায় একরকম। দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো এত উন্নত নয়। সেই কারণেই তো শেষের কয়েকটি বিশ্বকাপ দেখলেই দেখা যাবে যে ইউরোপিয়ান দলগুলিই খেতাব জিতেছে।' এর পাশাপাশি এমবাপে দাবি করেন যেহেতু তিনি ইতিমধ্যেই বিশ্বকাপ ও নেশনস লিগ জিতেছেন, তাই তাঁর লক্ষ্য এবার ইউরো চ্যাম্পিয়ন হওয়া।
এমবাপের মন্তব্যে মেসির সহজ জবাব, ইউরো তে ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ের মতো দলগুলি যারা একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, তারা খেলে না। তাই এই টুর্নামেন্টকে বিশ্বকাপের থেকেও কঠিন বলা চলে না। 'ও তো বলেছে যে দক্ষিণ আমেরিকার দলগুলির মধ্যে ইউরোপিয়ান দলগুলির মতো তেমন লড়াই হয় না। ওরা যে খেলাটা খেলে, সেটাকে সবাই সমীহ করে। নিঃসন্দেহে ইউরো খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে ইউরোতে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা খেলে না। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, অনেকগুলি বিশ্বচ্যাম্পিয়ন দলই খেলে না। এতগুলি বিশ্বচ্যাম্পিয়ন ছাড়া আয়োজিত ইউরোকে সবথেকে কঠিন বলা চলে কি? বিশ্বকাপে সেরা দলগুলি খেলে, সব বিশ্বচ্যাম্পিয়নরাই মোটামুটি উপস্থিত থাকে। সেই কারণেই তো সবাই বিশ্বকাপ জিততে মুখিয়ে থাকে।' বলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি।
প্রসঙ্গত, এমবাপেদের ফ্রান্সকে হারিয়েই কাতারে ২০২২ সালে মেসির আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ পেনাল্টি শ্যুট আউটে জয় পায় লা আলবিসেলেস্তে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইন্টারেই ইতি! মায়ামিতেই অবসর নিতে পারেন, পূর্বাভাস লিওনেল মেসির