Mohamed Salah: চ্যাম্পিয়ন্স লিগে দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহম্মদ সালাহ
Liverpool FC: চার ম্য়াচে পরাজয়ের পর চ্যাম্পয়িন্স লিগে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে লিভারপুল।

লিভারপুল: নাগাড়ে চার হার। সাম্প্রতিক সময়টা লিভারপুল (Liverpool FC) ফুটবল ক্লাবের জন্য বেশ হতাশাজনক কাটছিল। সেই হতাশা ঝেড়ে জয়ের সরণিতে ফিরতে মাঝ সপ্তাহে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কোচ আর্নে স্লট দলে বেশ কিছু রদবদল করেন। সেই রদবদলের জেরে দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েন মহম্মদ সালাহ (Mohamed Salah)। এরপরেই বড় পদক্ষেপ নিয়ে ফেললেন লিভারপুলের তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সালাহর বদলে আর্নে স্লটন হুগো একিটিকে এবং আলেকজান্ডার ইসাক, দুই স্ট্রাইকারকে একসঙ্গে মাঠে নামান। তা কাজেও দেয়। ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারায় রেডসরা। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল পান একিটিকে। সালাহকে তো প্রথম একাদশে রাখা হয়ইনি। এমনকী তাঁর আগে পরিবর্ত হিসাবে ফেদ্রিকো কিয়েজ়াকে নামানো হয়। ম্যাচের ৭৪তম মিনিটে সালাহ মাঠে নামেন। হালে সালাহ বেশ কিছুদিন নিজের সেরা ফর্মে নেই। গোলও আসছে না। এদিনও পরিবর্ত হিসাবে নেমে কয়েকটি বড় সুযোগ পেলেও গোল করতে পারেননি তিনি।
সালাহের এহেন পারফরম্যান্সের পর লিভারপুল সমর্থকদের একাংশও সালাহকে সমালোচিত করতে ছাড়েননি। এরপরেই নিজের সোশ্য়াল মিডিয়া থেকে লিভারপুলের ইঙ্গিতবাহী জিনিসপত্র মুছে ফেলেন সালাহ। এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। বর্তমান পরিস্থিতি নিয়ে সালাহ খুশি নন। এমনকী তিনি লিভারপুল ছাড়তে আগ্রহী বলেও কেউ কেউ সংশয় প্রকাশ করেন। পরবর্তীতে অবশ্য ফের একবার তাঁর এক্স অ্যাকাউন্টে লিভারপুলের উল্লেখ চোখে পড়ে।
মেসির নতুন চুক্তি
মেজর লিগে সকারেই খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। ২০২৮ মরশুম পর্যন্ত আমেরিকান যুক্তরাষ্ট্রেই খেলতে দেখা যাবে মেসিকে। ইন্টার মায়ামির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে।
দীর্ঘ সময় ধরে মেসির পরবর্তী মরশুমে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। শুক্রবার নাশভিলের বিরুদ্ধে প্লে অফে প্রথম ম্য়াচে খেলতে নামবে ইন্টার মায়ামি। তার মধ্য়েই মেসির দলে থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হল।
২০২৪ মরশুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। প্রায় আড়াই বছর ধরে আমেরিকার ক্লাবেই খেলছেন বিশ্বজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। চলতি বছরেরে শেষের দিকেই মেসির চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই আসছে খুশির খবর। মায়ামি ক্লাবের সঙ্গে নাকি নতুন চুক্তি সই করতে চলেছেন।






















