কলকাতা: গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাঁর দলের লড়াইয়ের জন্য ফুটবলারদের ধন্যবাদ দিতে চান মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভ। রবিবার মুম্বইয়ের কাছে ০-১-এ হারার পর সাংবাদিকদের তিনি এমনই প্রতিক্রিয়া জানান।
রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে প্রায় এক ঘণ্টা দশজনে খেলা মহমেডানের বিরুদ্ধে আরও বড় ব্যবধানে জেতার সুযোগ ছিল মুম্বইয়ের সামনে। কিন্তু সেই সুযোগ তারা এ দিন কাজে লাগাতে পারেনি মুম্বইয়ের অদম্য লড়াইয়ের জন্য। রক্ষণের খেলোয়াড়রা ও গোলকিপার ভাস্কর রায় এ দিন প্রশংসা পাওয়ার মতো পারফরম্যান্স দেখান। তবে আক্রমণের খেলোয়াড়রা এ দিন সারা ম্যাচে একটিও শট গোলে রাখতে পারেনি।
ম্যাচের ৩৬ মিনিটের মাথায় মহম্মদ ইরশাদ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠে ছেড়ে চলে যাওয়ায় মহমেডান বাকি সময়টা দশজনে খেলে। এই কারণেই দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে চলে আসে মুম্বই। ছ-ছ’টি শট গোলে রাখে তারা। এর মধ্যে প্রথম শটটিই জালে জড়িয়ে দেন বিক্রম প্রতাপ সিং। এ ছাড়া আর কোনও শটেই গোল পায়নি তারা। গোলকিপার ভাস্কর রায় পাঁচটি সেভ করেন।
এই লড়াইকে কুর্ণিশ জানিয়ে চেরনিশভ বলেন, ''আমরা শুরুটা ভাল করেছিলাম। ভাল খেলার জন্য তৈরি হয়েই নেমেছিলাম। কিন্তু লাল-কার্ড হয়ে যাওয়ার পর সমস্যা হয়ে যায়। মুম্বইয়ের মতো একটা ভাল দলের বিরুদ্ধে একজন কম নিয়ে খেলাটা খুবই কঠিন। ওদের দলে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। তবু দলের ছেলেরা যা খেলেছে আজ, সে জন্য ধন্যবাদ দিতে চাই ওদের।''
চেরনিশভ এই দলের মধ্যেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তিনি জানান, ''ম্যাচটা হয়তো আমরা ড্র-ও করতে পারতাম। কিন্তু মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে এই খেলার জন্য আমি খুশি। আমরা একটাই ভুল করেছি এবং সেই ভুলটাই ওরা কাজে লাগিয়ে নেয়। তবে আমরা অনেক চেষ্টা করেছি। এই দলটার ভবিষ্যৎ রয়েছে। এই দলটা যদি অনুশীলন ও ম্যাচ প্র্যাকটিস চালিয়ে যেতে পারে, তা হলে এই দলই ভাল ফল করবে।''
এই নিয়ে টানা আটটি ম্যাচে জয়হীন রইল কলকাতার সাদা-কালো বাহিনী। এর মধ্যে সাতটিতেই হেরেছে তারা। এই পরিস্থিতির মধ্যেও প্রেরণা খুঁজে নেওয়াই পেশাদার ফুটবলারদের কাজ বলে মনে করেন তিনি। এই প্রশ্ন উঠলে তিনি বলেন, ''আমাদের খেলোয়াড়দের তাদের নিজেদের, ক্লাবের জন্য ও ক্লাবের সমর্থকদের জন্য খেলতে হবে। পেশাদার ফুটবলে এগুলো থেকেই মোটিভেশন নিতে হয়। মাঝে মাঝে সাফল্য না এলেও লড়াই চালিয়ে যেতে হয়। মানুষের জীবনেরও নিয়ম একই। আমাদের ছেলেরা সত্যিই লড়াই করছে ও ভাল খেলছে। ওরা ভাল ফল পাবেই।''
তথ্য সংগ্রহ: আইএসএল