কলকাতা: শনিবার ঘরের মাঠে ম্যাচের শেষ দশ মিনিটে ঝড় তুলে যে ভাবে কেরালা ব্লাস্টার্সের হাত থেকে জয় ছিনিয়ে আনে মোহনবাগান এসজি, তাতে খুশি হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স খুশি করতে পারেনি তাদের কোচ হোসে মোলিনাকে। ম্যাচের পর তিনি সাফ জানিয়ে দিলেন, এ মরশুমের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে এই ম্যাচেই।
শনিবার এক গোলে এগিয়ে যাওয়ার পরেও লড়াকু কেরালা ব্লাস্টার্সের দেওয়া জোড়া গোলে পিছিয়ে যায় তারা। কিন্তু শেষ দশ মিনিটের মধ্যে পরপর দু’টি গোল করে ব্লাস্টার্সের মুখ থেকে গ্রাস ছিনিয়ে নেয় গতবারের লিগশিল্ডজয়ীরা। ৮৬ ও ৯৫ মিনিটের মাথায় পরপর গোল করে দলকে ৩-২-এ জয় এনে দেন যথাক্রমে জেসন কামিংস ও আলবার্তো রড্রিগেজ।
ম্যাচের পর সাংবাদিকদের মোলিনা বলেন, "আজকের ম্যাচের ফলের জন্য আমি খুশি। কিন্তু আমরা আজ ভাল খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে আজই। কেরালা যথেষ্ট ভাল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভাল দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এ ছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। আমাদের টিম স্পিরিট দারুন।"
এ দিন দলের খেলায় মোহনবাগান কোচ খুব একটা খুশি না হলেও পরিসংখ্যান বলছে, তাঁর দল এই ম্যাচে মোট দশটি গোলের সুযোগ তৈরি করে ও সতটি শট গোলে রাখে। সেখানে ব্লাস্টার্স আটটি গোলের সুযোগ তৈরি করে ও আটটি শট গোলে রাখে।
তবে তাদের ভুলেই যে কেরালার দল দু’টি গোল হয়, তা স্বীকার করতে দ্বিধা করেননি মোলিনা। তিনি বলেন, "কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফস্কে যায়। তবে বিশাল যথেষ্ট ভাল গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে আজ। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।"
আলবার্তো রড্রিগেজের জয়সূচক গোলটি সম্পর্কে মোলিনা বলেন, "আলবার্তো সবাইকে চমকে দিয়েছে। দারুন ফিনিশ করেছে ও। ওর জন্য এবং দলের জন্য আমি খুশি। তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি।"
পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে। তবে সেই ম্যাচ নিয়ে চাপে নেই মোলিনা। বলেন, "যদি গোয়ার কাছে হারিও এবং বাকি সব ম্যাচে জিতি, তা হলে কি আমরা শিল্ড জিততে পারব না? নিশ্চয়ই পারব। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না।"
তথ্য সংগ্রহ: আইএসএল