Mohun Bagan: ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান, শনিবার ডার্বিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন
IFA Shield: বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সবুজ-মেরুন শিবিরের পরীক্ষা ছিল। ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।

কলকাতা: আইএফএ শিল্ডের (IFA Shield) ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী! ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan) । শিল্ড কাদের, নির্ধারিত হবে শনিবার । ফাইনালে সেদিন মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল (East Bengal) ।
বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সবুজ-মেরুন শিবিরের পরীক্ষা ছিল । ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান । একটি গোল করেছেন দিমিত্রি পেত্রাতস । অপর গোলটি আত্মঘাতী ।
শনিবার যুবভারতী স্টেডিয়ামে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান । আরও একটি কলকাতা ডার্বি দেখতে চলেছেন দুই প্রধানের সমর্থকেরা ।
বুধবার জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখেননি মোহনবাগানের কোচ হোসে মোলিনা । জেসন কামিংসের পাশে খেলান দিমিত্রি পেত্রাতোসকে । শুরু থেকেই চাপ তৈরি করছিল মোহনবাগান । তবে খেলার মধ্যে ছন্দের অভাব ফুটে উঠছিল । ব্রাজিলীয় রবসন মাঝমাঠ থেকে পরিচালনা করছিলেন গোটা দলকে । যদিও ম্যাচের গতির বিপরীতে সুযোগ পায় ইউনাইটেড । তাদের নাইজিরীয় স্ট্রাইকার ক্রিস্টোফার চিজোবার শট বাঁচান মোহনবাগানের গোলকিপার ।
দিমিত্রি পেত্রাতোসের গোলে প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগেই এগিয়ে যায় সবুজ-মেরুন । গোলের পরেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে মোহনবাগান । দ্বিতীয়ার্ধেও সেই দাপট বজায় ছিল । ৪৯ মিনিটে মোহনবাগান ২-০ করে ।
এই ম্যাচে মোহনবাগান একাধিক গোল করার সুযোগ পেলেও, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি । ৪৫ মিনিটে গোল করেন পেত্রাতোস । দলগত সাফল্যেই আসে সেই গোল । পেত্রাতোসের ফ্রি-কিক পাঞ্চ করে সরিয়ে দিতে চেয়েছিলেন ইউনাইটেড গোলকিপার সুব্রত । তবে রবসন বলটাকে তাঁর বাঁ দিকে পেয়ে যান । এরপর তিনি কামিংসকে পাস বাড়ান । কামিন্স বলটা নিয়ে আবারও পেত্রাতোসের দিকে ঠেলে দেন । ইউনাইটেড রক্ষণের বাধা অতিক্রম করে গোল করেন অস্ট্রেলীয় ফরওয়ার্ড । গোলকিপার সুব্রতকে পরাস্ত করে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন ।
📸 Snapshots from our win today 🙌#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/REiOqMFhOO
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 15, 2025
ম্যাচে নামার আগে মোহনবাগান কোচকে চিন্তায় ফেলেছিল মনবীর সিংহ এবং অনিরুদ্ধ থাপার চোট । ছিলেন না বিশাল কাইথও । তবে মোহনবাগানের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে সমস্যা হয়নি ।






















