কলকাতা: গত তিন ম্যাচে গোল অক্ষত রেখে জিতেছে মোহনবাগান, যা আইএসএলে (ISL) আগে কখনও পারেনি তারা। শেষ তিনটি হোম ম্যাচেই ক্লিন শিট বজায় রেখেছে তারা, যা তাদের আইএসএল ইতিহাসে অভূতপূর্ব। লিগে এ পর্যন্ত ঘরের মাঠে যে ১৩বার দল নামিয়েছেন হোসে মোলিনা, তার মধ্যে মাত্র একবার তাঁর দল হেরেছে। ২০১৬-র ২৫ অক্টোবর তাঁর প্রশিক্ষণাধীন এটিকে ০-১-এ হেরে যায় মুম্বই সিটি এফসি-র কাছে। টানা চারটি হোম ম্যাচে জয় পেয়েছেন এই স্প্যানিশ কোচ। গত সাতটি ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি করে গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। শনিবারের ম্যাচেও তারা গোল পেলে আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে টানা গোল পাবে তারা। প্রথম ১০টি ম্যাচে সাতটি জয় এবং ২৩ পয়েন্ট মোহনবাগানের আইএসএল ইতিহাসে সর্বোচ্চ। প্রথম দশ ম্যাচে ১১-র গোলপার্থক্যও আর কোনও আইএসএল মরশুমে অর্জন করতে পারেনি তারা।


গত ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে কেরল ব্লাস্টার্স এফসি। বাকি পাঁচটিতেই হেরেছে। এই ছ’টি ম্যাচে ১৪টি গোল খেয়েছে তারা। গত ১২টি হোম ম্যাচের প্রতিটিতেই গোল খেয়েছে তারা। প্রথম ১১ ম্যাচে ১১ পয়েন্টও অবশ্য তাদের সবচেয়ে খারাপ সূচনা নয়। এর আগে ১৮-১৯ মরশুমে ন’পয়েন্ট ও ২০-২১ মরশুমে ১০ পয়েন্ট পেয়েছিল প্রথম ১১ ম্যাচে। মাইকেল স্তারের আগে এলকো শাতোরির অধীনে প্রথম ১১ ম্যাচে ১১ পয়েন্ট ও কিবু ভিকুনার অধীনে ১০ পয়েন্ট পেয়েছিল ব্লাস্টার্স। গত ছ’টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। তবে গত সাতটি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছে তারা। এর মধ্যে পাঁচটিতে তো অন্তত দু’টি করে গোল পায় তারা।


মুখোমুখি সাক্ষাতের ইতিহাস


ইন্ডিয়ান সুপার লিগে গত চার মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। তার মধ্যে ছ’বারই জিতেছে কলকাতার দল। একটি ম্যাচ ড্র হয়। কেরল ব্লাস্টার্স গত মরশুমে প্রথম দেখায় প্রথম হারায় সবুজ-মেরুন বাহিনিকে। দুই দলের দ্বৈরথে ২১ গোল করেছ মোহনবাগান ও ১৩ গোল করেছে ব্লাস্টার্স। ২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ১-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-২-এ জেতে এটিকে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৪-২-এ জেতে সবুজ-মেরুন বাহিনি ও পরের বার ২-২ হয়। ২২-২৩ মরশুমের প্রথম লেগে ৫-২-এ জেতে কলকাতার দল। দিমিত্রিয়স পেট্রাটস হ্যাটট্রিক করেন। দ্বিতীয় লেগে ২-১-এ আবার জেতে কলকাতার দল। গত মরশুমে প্রথমে কলকাতায় এসে মোহনবাগানকে ১-০-য় হারিয়ে যায় ব্লাস্টার্স। পরে কোচিতে গিয়ে ৪-৩-এ জিতে বদলা নেয় গত বারের লিগশিল্ড চ্যাম্পিয়নরা।


কাদের ম্যাচ


মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরল ব্লাস্টার্স এফসি


কোথায় খেলা


সল্ট লেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা


কখন শুরু


১৪ ডিসেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭.৩০


সরাসরি সম্প্রচার


স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ চ্যানেলে দেখা যাবে ম্যাচ।


অনলাইন স্ট্রিমিং


স্মার্টফোনে জিও সিনেমায় বাংলা, হিন্দি, ইংলিশ ও মালয়ালি ভাষায় দেখ যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। (সৌ: আইএসএল)


আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।