মাদ্রিদ: ঘরের মাঠে আজ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে নামতে চলেছে রিয়াল মাদ্রিদ। সেন্টিয়াগো বের্নাব্যুতে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মহারণ হতে চলেছে আজ। স্প্য়ানিস লিগের ২ সেরা ক্লাবের মুখোমুখি মহারণ। এই মুহূর্তে হান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলােনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত ১০ ম্য়াচের মধ্যে ৯ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। একটি মাত্র ম্য়াচে হারতে হয়েছে তাদের। এখনও পর্যন্ত কাতালান ক্লাবটি ঝুলিতে পুরে নিয়েছে ২৭ পয়েন্ট। অন্যদিকে রিয়াল মাদ্রিদও একটিও ম্য়াচ এখনও না হারলেও তিন ম্য়াচে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ড্র করার জন্য। তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ২৪ পয়েন্ট ঝুলিতে পুরে। 


 






কারা মুখোমুখি হবে 


লা লিগার ২০২৪-২৫ মরসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা


কোথায় ম্যাচ?


এল ক্লাসিকোটি হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সেন্টিয়াগো বের্নাব্যুতে


কখন শুরু?


ম্যাচ শুরু হবে রবিবার ২৭ অক্টোবর, ভারতীয় সময় রাত ১২.৩০টায়


কোথায় দেখবেন ম্যাচ?


এই বিষয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর। টিভিতে ভারতে কোনও চ্যানেলে দেখা যাবে না এল ক্লাসিকোর ম্য়াচ


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারে এছাড়াও গ্যালাক্সি রেসার ওয়েবসাইটে দেখা যাবে ম্য়াচ


এল ক্লাসিকোয় সাম্প্রতিক সময়ের ফলাফল ও খতিয়ান তুলে ধরলে দেখা যাবে রিয়াল মাদ্রিদের পাল্লাই ভারী। লা লিগায় এখনও পর্যন্ত ২ টো দল ১৮৮ বার মুখোমুখি হয়েছে দু দল। তার মধ্যে ৭৯ বার জিতেছে মাদ্রিদ। ৭৪ ম্য়াচ জিতেছে বার্সা। ম্য়াচ ড্র হয়েছে ৩৫ বার। অন্য়দিকে শুধুমাত্র এল ক্লাসিকোর লড়াইয়ের খতিয়ান দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত মোট ২৫৭ বার দুই দল মুখোমুখি হয়েছে। তার মধ্যেও রিয়ালই এগিয়ে আছে। ১০৫ ম্য়াচে লস ব্ল্যাঙ্কোসরা জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ১০০ ম্য়াচে জয় পেয়েছে বার্সা। ৫২ ম্য়াচ ড্র হয়েছে। 


আরও পড়ুন: ঘরের মাঠে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল টিম ইন্ডিয়া? প্রশ্ন তুলছেন কিংবদন্তি ক্রিকেটার