দোহা: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সামনে ছিল শক্তিশালী আর্জেন্তিনা। যেই দলে আবার রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ম্য়াচ শুরুর আগেই সবাই হয়ত ভেবেই নিয়েছিল যে বড় ব্যবধানে জয় পাবে নীল সাদা শিবির। কিন্তু সব হিসেব নিকেষ বদলে দিয়েছে সৌদি আরব। হার্ভ রেনার্ডের দল ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে মেসিদের বিরুদ্ধে। তাও আবার প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পাল্টা জোড়া গোল। এই জয়ের পরই সৌদি আরবে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।


এক রিপোর্টে বলা হয়েছে যে এই ঐতিহাসিক জয়ের জন্য ছুটি ঘোষণা করেছেন করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। জয়ের পর কাতারে এবং সৌদি আরবজুড়ে উল্লাসে মেতেছে সৌদিরা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আরব বিশ্বে। যার ফলে এই উল্লাস ভিন্ন মাত্রা যোগ করেছে।


এই ম্যাচের আগে আর্জেন্তিনার সঙ্গী ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্য়ে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিল সৌদি আরব।


লুসেইল স্টেডিয়ামে ম্যাচের শুরু দেখে অবশ্য অন্যরকম মনে হয়েছিল। মনে হয়েছিল, ফেভারিট আর্জেন্তিনা গোলের মালা পরিয়ে দেবে তুলনামূলকভাবে দুর্বল সৌদি আরবকে। ম্যাচের ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। যিনি আগেই ঘোষণা করে দিয়েছেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। মেসির বাঁ পায়ের মাটি ঘেঁষা শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক।









এরপর আর্জেন্তিনা মুহূর্মুহূ আক্রমণ করলেও, গোলমুখ খুলতে পারেনি। তারই মাঝে লউতারো মার্তিনেজ একটি গোল করেন। পরে ভার প্রযুক্তিতে দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন। গোল বাতিল হয়। লউতারোর আর একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল আর্জেন্তিনা।


৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।