বার্লিন: ইউরো কাপের (Euro Cup 2024) মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছিলেন যে দেশের জার্সিতে আর হয়ত তাঁকে দেখা যাবে না। এবার সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দিলেন থমাস মুলার (Thomas Muller)। জার্মান ফুটবলের বহুযুদ্ধের নায়ক। ১৪ বছর দেশের জার্সিতে খেলার পর অবশেষে বুটজোড়া তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন যুবভারতীয় মাতিয়ে যাওয়া এই জার্মান তারকা। কেরিয়ারে রয়েছে একাধিক স্মরণীয় মুহূর্ত। তার মধ্য়ে উল্লেখযোগ্য ২০১৪ সালের বিশ্বকাপ জয়। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওয় অবসরের কথা ঘোষণা করেছেন মুলার। 


মুলার তাঁর ভিডিও বার্তায় জানিয়েছেন, ''১৪ বছর আগে প্রথমবার জার্মানির জার্সিতে খেলতে নেমেছিলাম। তখনই এতকিছু স্বপ্নেও ভাবিনি অর্জন করব।একাধিক জয় ও কিছু কষ্টকর হার, সবকিছুই মিলেমিশে আছে। চমৎকার সতীর্থদের নিয়ে কঠিন বিপক্ষের বিরুদ্ধে লড়েছি। অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। তোমাদের ভালোবাসার জন্যই দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ করেছি। একসঙ্গে হেসেছি, একসঙ্গে কেঁদেছি। জার্মানির সব ভক্ত আর সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।'' বায়ার্নের জার্সিতে কলকাতায় খেলে যাওয়া মুলার আরও বলেছেন, ''সামনেই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে জার্মানির তরুণ প্রজন্মকে উৎসাহ দেবেন সবাই। মাঠে না হলেও গ্যালারি থেকে আমিও সেই কাজটাই করব। ফুটবলার হিসেবে আর মাঠে থাকব না। বিদায়।''


 






জার্মানির জার্সিতে ২০১০ সালে অভিষেকের পর এখনও পর্যন্ত দেশের জার্সিতে মোট ১৩১টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪৫টি। ২০১০ অভিষেক বিশ্বকাপে পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। সেরা পারফরম্য়ান্স ২০১৪ বিশ্বকাপে। হ্যাটট্রিকসহ সেবারও করেছিলেন পাঁচ গোল। ইউরো কাপে স্পেনের বিরুদ্ধে ম্য়াচ হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানদের। সেটিই হয়ে থাকল মুলারের শেষ আন্তর্জাতিক ম্য়াচ। উল্লেখ্য, ইউরো কাপে দুটি ম্যাচে মোট ৫৬ মিনিট মাঠে ছিলেন মুলার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় জার্মানি। 


এদিকে, ইউরো কাপে চতুর্থবারের জন্য় চ্যাম্পিয়ন হল স্পেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। দলের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস ও ওয়ারজ়াবাল।