লেভারকুসেন: মাইকেল বালাকরা কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু পারেননি। ২০২২ সালে খেতাব জয়ের আশা জাগিয়েও খালি হাতেই শেষ করেছিলেন মরশুম। তবে জাভি আলন্সো (Xabi Alonso) পারলেন। তাও আবার ম্যানেজার হিসাবে নিজের প্রথম মরশুমেই। বায়ার্ন মিউনিখের ১১ বছরের দৌরাত্ম্য থামিয়ে বায়ার লেভারকুসনকে (Bayer 04 Leverkusen) তাদের ১২০ বছরের ইতিহাসের প্রথম বুন্দেশলিগা (Bundesliga) খেতাব জেতালেন কোচ আলন্সো। ওয়েডার ব্রেমেনকে ৫-০ উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ খেতাব সুনিশ্চিত করে নিল লেভারকুসেন।


গোটা মরশুম জুড়েই লেভারকুসেন তথাকথিত চ্যাম্পিয়ন মানসিকতার পরিচয় দেখিয়েছে। বারংবার ম্যাচেও পিছিয়ে পড়েও ফিরে এসেছে। তড়তড়িয়ে এখনও ছুটছে তাদের অশ্বমেধের ঘোড়া। জার্মান লিগে প্রথম দল হিসাবে টানা ২৯ ম্যাচ অপরাজিত খেকে ঐতিহাসিক খেতাব জিতল বায়ার। বুন্দেশলিগায় তাঁদের রেকর্ড সত্যিই ঈর্ষণীয়। লিগে ৭৪টি গোল করা বায়ার মাত্র ১৯টি গোল হজম করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মরশুমের ৪৩ ম্যাচে এখনও অপরাজিত লেভারকুসেন।


গোটা মরশুম জুড়েই তারা যেমন দাপট দেখিয়েছে, সেই দাপটের সঙ্গেই ওয়েডার ব্রেমেনকে হারিয়ে খেতাব নিশ্চিত করল বায়ার। ৫-০ গোলে তারা হারাল ব্রেমেনকে। ভিক্টর বনিফেসের পেনাল্টির পর গ্রানিট জ়াকার বিশ্বমানের গোল এবং তারপর লেভারকুসেনের সম্ভবত সব থেকে প্রতিভাবান ফুটবলার ফ্লোরিয়ান উইস্টের হ্যাটট্রিক। দুরন্ত ভঙ্গিমায় লিগে বায়ার্নের ১১ বছরের শাসন শেষ করল বায়ার। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লেভারকুসেনের মাঠ বে এরিনায় জনজোয়ার দেখা যায়। আনন্দে আত্মহারা সমর্থকরা উইস্ট, ফ্রিমপংদের কাঁধে তুলে উচ্ছ্বাসে ভাসেন। আর এই জয়ের সবথেকে বড় কৃতিত্ব যাকে দেওয়া হচ্ছে, তিনি জাভি আলন্সো।


ফুটবলার হিসাবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা, ইউরো সব জিতেছেন। স্পেনের সুবর্ণ যুগের মাঝমাঠের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। তবে তিনি যে কোচ হিসাবেও সাফল্য পাবেন, তা কিন্তু আজ থেকে বছর পাঁচেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন হোসে মোরিনহো। পেপ গুয়ার্দিওলা, মোরিনহো, কার্লো আনসেলোত্তি, রাফায়েল বেনিতেজের মতো কোচের অধীনে খেলেছেন আলন্সো। তাঁর বাবাও ছিলেন ফুটবল কোচ। তবে আলন্সো যে নিজের প্রথম পূর্ণ মরশুমেই এমন সাফল্য পাবেন, তা হয়তো মোরিনহোও ভাবতে পারেননি।


২০২২ সালে ৫ অক্টোবর তিনি যখন লেভারকুসেনের দায়িত্ব নেন, তখন দল লিগের নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল। ১৯৭৯ সালের পর থেকে সেটাই ছিল লেভারকুসেনের ইতিহাসের সবথেকে খারাপ শুরু। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। রিয়াল সোসিয়েদাদ বি থেকে লেভারকুসেনে যোগ দেওয়ার ৫৫৭ দিন পরেই তিনি দলকে খেতাব এনে দিলেন। লেভারকুসেনের আগে কোনও সিনিয়র দলকে ম্যানেজই করেননি আলন্সো। সেই কারণেই তাঁর এই কৃতিত্বে গোটা বিশ্ব আরও বেশি করে তাঁকে কুর্নিশ জানাচ্ছে। লেভারকুসনের সাফল্য এখানেই কিন্তু শেষ নয়, সবকিছু ঠিকঠাক চললে তাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে। লেভারকুসেন ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছে। জার্মান লিগ কাপে, ডিএফবি পোকালের ফাইনালেও উঠেছে তারা। এক খেতাব ইতিমধ্যেই সুনিশ্চিত হয়ে গিয়েছে। এবার বাকি দুই খেতাবও জার্মান দল ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আজ লিগশিল্ড নিশ্চিত করার হাতছানি মোহনবাগানের সামনে, কখন-কোথায় দেখবেন ম্যাচ?