কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, স্নেহাশিস সুস্থ। উদ্বেগের কিছু নেই। তবে কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে তাঁকে।
শুক্রবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন স্নেহাশিস। রাতে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল তাঁর। দেরি না করে শুক্রবার রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেন বাড়ির পরিজনেরা। এদিকে এখন সস্ত্রীক লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার অসুস্থতার খবর শুনেই ফোনে খোঁজ নেন মহারাজ।
জানা গিয়েছিল, সামান্য জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্নেহাশিস। শারীরিক অস্বস্তিও ছিল। তবে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, হজমজনিত সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন স্নেহাশিস। শুক্রবার রাতে হাসপাতালে ভর্তির সময় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন সৌরভ-কন্যা সানাও। রাতে হাসপাতালেই ছিলেন সকলে। এদিকে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলায় লন্ডনে রয়েছেন সৌরভ এবং স্ত্রী ডোনা। দাদার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।
নিজে অনুপস্থিত থাকায় দুই বন্ধু জয়দীপ মুখোপাধ্যায় ও সঞ্জয় দাসকে হাসপাতালে যেতে বলেছিলেন সৌরভ। যদিও প্রতি মুহূর্তেই ফোনে খোঁজখবর নিচ্ছিলেন তিনি নিজে। আপাতত স্নেহাশিসকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলেই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে।
প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হৃদপিণ্ডে ব্লক ধরা পড়েছিল। বুকে ব্যথা অনুভব করায় সৌরভের পরামর্শেই হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। সৌরভের পর তাঁর দাদার অসুস্থতার খবরে ফের চিন্তায় পড়েছিল ক্রিকেট মহল। সেই সময় অ্যাঞ্জিওগ্রামে ধমনীতে ব্লকেজ ধরা পড়ে স্নেহাশিসের। বুকে ব্যথা অনুভব করায় বসানো হয়েছিল স্টেন্ট। সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের।
তবে আপাতত সুস্থ সিএবি সচিব স্নেহাশিস।