লন্ডন: লুকা লাউটেনবাখ। নামটির সঙ্গে কয়েকদিন আগেও হয়তো কেউই পরিচিত ছিলেন না। তবে ইউরো কাপের একটি ম্যাচ তাঁকে খ্যাতির শিরোনামে নিয়ে এসেছে। এতটাই যে, তারকা ফুটবলারদের সঙ্গেই উচ্চারিত হচ্ছে তাঁর নাম। লুকাকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংস্থার। সকলেই চাইছে তাদের ব্যবসার সঙ্গে লুকার নাম যুক্ত করতে।
কেই এই লুকা লাউটেনবাখ?
আসুন আলাপ করিয়ে দেওয়া যাক। ইউরো কাপে ফ্রান্স বনাম সুইৎজ়ারল্যান্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখেছেন? যেদিন ফ্রান্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ করেছিলেন সুইসরা। এবং টাইব্রেকারে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে চলতি টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছিলেন।
সেই ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন লুকা লাউটেনবাখ। সুইৎজ়ারল্যান্ডের এই ফুটবলপ্রেমীর নানারকম অনুভূতি আর আবেগ সেদিন ফুটে উঠেছিল তাঁর চেহারায়। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাও বারবার যে কারণে তাঁর দিকেই ঘুরে গিয়েছিল।
মাথায় সাদা রংয়ের পানামা হ্যাট। যার সামনের দিকে সুইৎজ়ারল্যান্ডের লাল প্রতীক। পরনে সুইৎজ়ারল্যান্ডের লাল জার্সি। গালে ট্রিম করা দাড়ি। চোখে চশমা। নিতান্তই সাদামাটা চেহারার লুকা লাউটেনবাখ সেদিন স্ক্রিনে ঝড় তুলেছিলেন। কখনও বুকের কাছে দুবার জড়ো করে প্রার্থনা করছেন, কখনও কাঁদছেন। কখনও আবার উত্তেজনার টি শার্ট খুলে ফেলে হুঙ্কার দিচ্ছেন। লুকা লাউটেনবাখের এরকমই ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।
এবার তাঁকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে একাধিক সংস্থার। কীরকম? সুইৎজ়ারল্যান্ডের সবচেয়ে বড় বিমান সংস্থা সুইস এয়ার তাঁকে সেন্ট পিটার্সবার্গে স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচ দেখার জন্য বিনামূল্যে টিকিট দিয়েছে। এবং সেটাও বিজ়নেস ক্লাসে।
বিখ্যাত পানীয় প্রস্তুতকারী সংস্থা রেড বুল লুকা লাউটেনবাখের সমস্ত পানীয়ের খরচ বহন করবে বলে জানিয়েছে। এবং শেষে এগিয়ে এসেছে সুইৎজ়ারল্যান্ডের পর্যটন বিভাগ। ফ্রান্স ম্যাচের ধকল কাটিয়ে স্পেনের ম্যাচের আগে তরতাজা হয়ে উঠতে লাউটেনবাখের জন্য বিলাসবহুল থাকার ব্যবস্থা নিখরচায় করে দিয়েছে সুইস পর্যটন দফতর। হাসিমুখেই সব প্রাপ্তি স্বীকার করেছেন লুকা। তিনিই এখন সুইস ফুটবলপ্রেমের সেরা বিজ্ঞাপন।