প্যারিস: কেরিয়ারের পঞ্চম অলিম্পিক্সে নামতে চলেছে ভারতের টেবিল টেনিসের 'ওল্ড বয়'। কেরিয়ারের পঞ্চম অলিম্পিক্সে নামতে চলেছেন ৪২ বছরের শরথ কমল। তিনিই ভারতীয় অ্যাথলিটদের হয়ে জাতীয় পতাকা বাহক ভারতের। দীর্ঘ কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন শরথ। এবার শরথের জন্য অলিম্পিক্সের আসর কিছুটা স্পেশাল। তার অন্য়তম কারণ, প্রথমবার ভারতের টেবিল টেনিস দল অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে। সেই দলের সিনিয়র ও গুরুত্বপূর্ণ সদস্য শরথ। কেরিয়ারের সায়াহ্নে এসে অভিজ্ঞ প্যাডলারের স্মৃতিতে হাজারো ছবি। প্য়ারিসে পা রেখে তাঁর মুখে রজার ফেডেরার থেকে প্রয়াত কোবে ব্রায়ান্ট।
২০০৪ সালে এথেন্স অলিম্পিক্স দিয়ে পথ চলা শুরু হয়েছিল শরথের। এক সাক্ষাৎকারে অলিম্পিক্সের মঞ্চে অংশগ্রহণের পর থেকে এই টুর্নামেন্টে নিজের সেরা পাঁচটি মুহূর্তের কথা উল্লেখ করেছেন এই প্রবীণ প্যাডলার-
রজার ফেডেরারের সঙ্গে মধ্যাহ্নভোজন
টেনিসে সর্বকালের সেরাদের মধ্যে একজন মানা হয় রজার ফেডেরারকে। স্যুইস টেনিস সম্রাটের সঙ্গে মধ্যাহ্নভোজনের সুযোগ এসেছিল। ২০০৪ অলিম্পিক্সে এথেন্সের গেমস ভিলেজে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শরথ বলেন, ''আমি লাঞ্চ রুমের দিকে যাচ্ছিল। তখন দেখি উল্টোদিক থেকে টেনিসের ব্যাগ কাঁধে একজন এগিয়ে আসছেন। আমরা দুজন দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে যাই। তখনই আমার মাথায় খটকা লাগে যে এঁনাকে কোথাও আমি দেখেছি। হঠাৎ মনে পরে যে আরে এ তো রজার ফেডেরার! একই ডাইনিং টেবিলে আমরা দুজনে মিলে খেতে বসেছিলাম।''
কিংবদন্তি মা লংয়ের বিরুদ্ধে ম্য়াচ
চিনের মা লংকে টেবিল টেনিসের কিংবদন্তি মানা হয়। সেই মা লংয়ের বিরুদ্ধে ম্য়াচ খেলার সুযোগ হয়েছিল শরথ কমলের। টোকিওতে ম্য়াচে একটি সেট ১১-৮ ব্যবধানে জয়ও ছিনিয়ে নিয়েছিলেন শরথ। তবে ম্য়াচ হারতে হয় শরথকে ৪-১ ব্যবধানে। ৭-৮, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১ সেটে ম্যাচ হারেন ভারতীয় প্যাডলার।
হাঁটুর চোট নিয়ে বেজিং অলিম্পিক্সে
হাঁটুর চোট পেয়েছিলেন। কিন্তু বেজিং অলিম্পিক্সে সেই চোট নিয়েই লড়াই করেছিলেন শরথ। যেই স্মৃতি তাঁর কাছে এখনও টাটকা। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেওছিলেন। প্রথম রাউন্ডে স্পেনের আলফ্রোডো কারনেরোসকে হারিয়ে দিয়েছিলেন শরথ।
মাম্বা ক্যাম্পেনের সঙ্গে যোগ
প্রয়াত বাক্সেটবল প্লেয়ার কোবে ব্রায়ান্টের সঙ্গে সাক্ষাৎ শরথের অলিম্পিক্স কেরিয়ারে অন্য়তম স্মরণীয় মুহূর্ত। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সের সময় কোবের সঙ্গে দেখা হয়েছিল। কিংবদন্তি বাক্সেটবল প্লেয়ারের সঙ্গ পরিচয়ের পর মাম্বা ক্যাম্পেনেও যোগ দিয়েছিলেন শরথ।