মুম্বই: দেশজুড়ে ৭৩ তম প্রজান্ত্র দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি থেকে নীরজ চোপড়া। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে। একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি।''
টোকিও অলিম্পিক্স থেকে দেশকে জ্যাভলিনে সোনা এনে দেওয়া নীরজ চোপড়াও এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ''প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ মুহূর্তে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা।''
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীরও। তিনি লেখেন, ''অনেকগুলো জীবনের বলি হয়েছে। এরপরই আমরা প্রত্যেকে নিজেরা বাঁচার অধিকার পেয়েছি। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা দেশবাসীকে।''
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল নিজের সোশ্য়াল মিডিয়ায় এই দিনটিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে পদকজয়ী লভলিনা বড়গোঁহাই লিখেছেন, ''এমন একটা দেশের বাসিন্দা হতে পারা সত্যিই ভাগ্যের। এই দেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে ও উন্নতি করছে।''
তবে শুধু ভারতীয় ক্রীড়াবিদরাই নয়। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিদেশি তারকা ক্রীড়াব্যক্তিত্বরাও। প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার জন্টি রোডস তাঁর মেয়ের নাম রেখেছিলেন ইন্ডিয়া। তিনি এবার প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার জবাবে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ''আমার গোটা পরিবার এই দিনটা উদযাপন করতে চায়। ভারতীয় বাসিন্দাদের কাছে খুব স্পেশাল এই দিনটি। প্রতিবার ভারতে গিয়ে অভিভূত হয়েছি আমি। ভারতীয়দের সুরক্ষার জন্য় যে অধিকার তার প্রতি সম্মান জানাই। জয় হিন্দ।'' শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস গেলের মতো তারকাও।