কলকাতা: সুকমায় মাওবাদী হানায় নিহত ২৫ জন সিআরপিএফ জওয়ানের সন্তানদের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক জানিয়েছেন, নিহত সিআরপিএফ জওয়ানদের সন্তানদের পড়াশুনার যাবতীয় খরচ এবার তিনি বহন করবেন। গম্ভীরের মিডিয়া ম্যানেজার এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার সশস্ত্র মাওবাদীদের হামলায় ২৫ সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিলেন। গতকাল গম্ভীরের নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্স সুকমায় নিহত জওয়ানদের মাঠেই শ্রদ্ধা জানিয়েছিল।
সুকমায় ওই ভয়াবহ হামলার পরদিনই গম্ভীর ট্যুইটের মাধ্যমেই তাঁর ক্ষোভ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, '২৫ জন সিআরপিএফ জওয়ান দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিলেন। মাঝেমধ্যে আমার মনে হয়, আমরা কি এই আত্মবলিদানের যোগ্য!!!'
এর আগে চলতি মাসের গোড়ায় কাশ্মীরে এক সিআরপিএফ জওয়ানকে নিগ্রহ করার ভিডিও প্রকাশ্যে আসার পর ট্যুইটারের মাধ্যমে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
কিছুদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরের শান্তির আবেদন ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। গুরমেহরকে কটাক্ষ ও হুমকি দেওয়া হয়েছিল। এই ইস্যুতে গুরমেহরের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর।
সুকমায় নিহত সিআরপিএফ জওয়ানদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবেন গৌতম গম্ভীর
ABP Ananda, web desk
Updated at:
28 Apr 2017 12:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -