পানাজি: ভারতীয় ফুটবলের চিরন্তন যুদ্ধ। ঘটি-বাঙালের লড়াই বলে কথা। আলাদা উত্তেজনা তো থাকবেই। আইএসএলের জমানায় এসে সেই লড়াই কিছুটা ফিকে হলেও তার জৌলুস এখনও কমেছে বলে মনে হয় না। আগামীকাল আরও একবার মাঠে মুখোমুখি ময়দানের ২ প্রতিপক্ষ। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান শিবির। কিন্তু ডার্বির আগে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হতে পারে। 


হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে হাবাস বলে দিলেন বিশেষজ্ঞরা খাতায় কলমে তাঁদের এগিয়ে রাখলেও তিনি ও তাঁর দল সেই তত্ত্ব মানতে নারাজ। এটিকে মোহনবাগান কোচ বলেন, ''এসসি ইস্টবেঙ্গল এ বার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। এই অবস্থায় থিতু হতে অন্তত এক বছর লেগে যায়। কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে কেউ এগিয়ে আছে, এ কথা বলা যাবে না। কেন কেউ এগিয়ে থাকবে? আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। দুই পক্ষের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।'' 


এটিকে মোহনবাগানের আক্রমণভাগে রয়েছেন বুমৌস, রয় কৃষ্ণ, লিস্টন, কাউকোর মতো তারকারা। প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলতে যথেষ্ঠ? হাবাস এখানেও সতর্ক। তিনি বলেন, ''মনে করিয়ে দিই, অমরিন্দর, প্রীতম, প্রবীর, তিরিও আমার দলে রয়েছে। তিন-চারজনকে নিয়ে একটা দল হয় না। আমার কাছে সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। সবার প্রতিই আমার সমান শ্রদ্ধা রয়েছে।''


ম্যাচ নিয়ে কী পরিকল্পনা? হাবাস বলেন, ''সব ম্যাচে তো আর সমান ভাবে খেলা যায় না। পরিস্থিতি, পরিবেশ ও বিপক্ষে কেমন খেলছে, সেই অনুযায়ী কৌশল বা পরিকল্পনা করে খেলাটাই নিয়ম। কোন খেলোয়াড়ের হলুদ কার্ড আছে, তাকে কতটা খেলানো যাবে ইত্যাদি বিবেচনা করাও দরকার। তৎক্ষনাৎ এই বিষয়গুলো ঠিক করে নিতে হয়। এখানেও সেটাই করতে হবে।''


পেরোসেচিভ ও চিমাকে আটকানোর পরিকল্পনা করেছেন? এটিকে মোহনবাগান কোচ বলছেন, ''ওঁদের দলকে আটকাতে হবে। ওদের দুজনকে আটকে কোনও লাভ হবে বলে মনে হয় না। ইন্ডিভিজুয়াল মার্কিং-এ বিশ্বাস করি না আমি।''