কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের শেষে. অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে নামার আগে নিজেদের দলের ভারসাম্য ঠিক করে নিতে চাইছেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সুযোগ দেওয়া হয়েছিল অনেক তরুণকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও অনেক তরুণ সুযোগ পেয়েছেন স্কোয়াডে। একাদশেও দেখা যাবে তাঁদের। সিরিজ জয়ের পর রাহুল বলছেন যে যথাসম্ভব তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়াই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। 


ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের দল সাজাতে হবে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন নিয়েও ভাবতে হবে। আমরা চাই প্রত্যেক তরুণ প্লেয়ারকে যতটা বেশি করে সম্ভব সুযোগ দেওয়া যায়। তারা যাতে বিশ্বকাপের আগে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়। বিশ্বকাপের আগের সময়টাতে তাহলে দলটা গুছিয়ে নিতে পারব আমরা।''


শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট কােহলি ও ঋষভ পন্থ। টিম কম্বিনেশনেও বদল আনা হয়েছিল। একাদশে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড। এমনকী ওপেনে ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড নেমেছিলেন। তিনে নেমেছিলেন শ্রেয়স আইয়ার ও চারে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। 


দ্রাবিড় বলেন, ''অস্ট্রেলিয়ায় কেমন দল প্রয়োজন তা সম্পর্কে রোহিত, আমি, নির্বাচকরা সবাই জানি। মিডল অর্ডার আমাদের আরও শক্ত করতে হবে। তার জন্যই বারবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটছি আমরা। যাতে সবাই সমান সুযোগ পায়। সেখান থেকেই একটা সম্ভাব্য টিম বেছে নিতে হবে আমাদের।


উল্লেখ্য, রবিবাসরীয় ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে  ৩-০ হোয়াইটওয়াশ করছে ভারত। এই জয়ের ফলে ভারতীয় দল আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে রোহিতের ভারত। এর আগে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। তবে সোমবার  প্রকাশিত আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত।


 এর আগে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে, ভারতীয় দল এই ফরম্যাটে এক নম্বর র‌্যাঙ্কিং অর্জন করেছিল। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে শীর্ষে নিয়ে গেলেন রোহিত। ছ' বছর পর ফের আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শিখর দখল করতে সক্ষম হল ভারত।