করাচি: আরও একটা বসন্ত পার করলেন বিরাট কোহলি। আজ ৫ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই বিশেষ দিনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটারের হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা পেলেন কিং কোহলি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাক পেসার শাহনাওয়াজ দাহানি। 


শুভেচ্ছাবার্তায় কী জানিয়েছেন শাহনাওয়াজ?


 



 


নিজের শুভেচ্ছাবার্তায় শাহনাওয়াজ লিখেছেন, ''এই মানুষটাকে ৫ নভেম্বর শুভচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন প্রকৃত শিল্পী, যার জন্য ক্রিকেটটা এত সুন্দর হয়ে উঠেছে। শুভ জন্মদিন বিরাট। দারুণ দিন কাটুক তোমার। গোটা বিশ্বকে এভাবেই আনন্দ দিতে থাক।''


কোহলির রেকর্ড


বুধবার একটি কীর্তি গড়ে ফেললেন কোহলি। তিনিই হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। বিরাট ভেঙে দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের রেকর্ড। বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। পাকিস্তানের পর নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে ছিলেন তিনি। ক্রিস গেলকে পেরিয়ে গিয়েছিলেন আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের।



তালিকার শীর্ষে ছিলেন জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। বুধবারই সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোহলির ঝুলিতে ১০৩৩ রান হয়ে গিয়েছে। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৫ ম্যাচে প্রায় নব্বইয়ের কাছাকাছি গড় রেখে এই রান করেছেন কোহলি।