নয়াদিল্লি: সময়টা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য একেবারেই ভাল যাচ্ছে না। একে তো ব্যক্তিগতভাবে এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স চূড়ান্ত হতাশাজনক ছিলই, তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলও আইপিএলের লিগ তালিকায় সবার নীচে শেষ করে। উপরন্তু, গোদের ওপর বিষফোঁড়ার মতো আইপিএল শেষ হতে না হতেই তাঁর বিবাহবিচ্ছেদের (Hardik-Natasa Divorce) খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল।
২০২০ সালের মে মাসে হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্ত্যাঙ্কোভিচ (Natasa Stankovic) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের অগস্ত নামে তিন বছর বয়সি এক ছেলেও রয়েছে। কিন্তু সম্প্রতি হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবর শিরোনাম কেড়েছে। এবার সেই নিয়ে প্রথমবার প্রকাশ্যে নাতাশার প্রতিক্রিয়া। সম্প্রতি আলেকজান্ডার অ্যালেক্সলিচের সঙ্গে এক রেস্তোরাঁয় দেখা গিয়েছিল নাতাশাকে। অ্যালেক্সলিচ জল্পনা অনুযায়ী বলিউড অভিনেত্রী দিশানি পাটানির বর্তমান বয়ফ্রেন্ড। তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে গিয়ে পাপারাৎজিদের প্রশ্নের মুখে পড়েন নাতাশা। তাঁকে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। অবশ্য নাতাশা এই প্রশ্নের কোনও উত্তরই দেননি। সকলকে ধন্যবাদ জানিয়েই চলে যান তিনি।
সাধারণত নাতাশাকে আইপিএলে হার্দিকের হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু এবারের আইপিএলে অন্তত ক্যামেরায় মাঠে হার্দিকের দলের হয়ে গলা ফাটাতে তিনি ধরা পড়েননি। দুইজনে বেশ কিছুদিন একে অপরের সঙ্গে কোনওরকম ছবিও দেননি। এরপরই এক রিপোর্টে দাবি করা হয় হার্দিক এবং নাতাশার নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। সেই জল্পনায় ইন্ধন জোগায় নাতাশার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাণ্ড্য পদবি মুছে ফেলেছেন মডেল অভিনেত্রী।
সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন হার্দিক-নাতাশা? সেই প্রশ্নের জবাব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই মিলবে। আপাতত অবশ্য হার্দিক আইপিএলের হতাশা ভুলে ভারতীয় দলের হয়ে মাঠে নামার প্রস্তুতি নেবেন। আইপিএল শেষ হলেও, ক্রিকেটারদের বিশ্রাম করার জো নেই। ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপের আসর বসবে। সেই মেগা টুর্নামেন্টের খেলার উদ্দেশে আজই প্রথম দফায় ভারতীয় ক্রিকেটাররা বিমানে চাপলেন। সেখানে সূর্যকুমার, ঋষভ পন্থ, রোহিত শর্মা, অর্শদীপদের দেখা মিললেও অবশ্য হার্দিককে দেখা যায়নি। তবে তিনি খুব শীঘ্রই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএলের হতাশা ঝেড়ে বিশ্বকাপে হার্দিক নিজের ছাপ ফেলতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'ভারতীয় দলের আশেপাশেও নেই যারা, তারা আমাদের হয়ে ভাল খেলেছে', IPL ফাইনালের আগে দাবি কামিন্সের