Hockey World Cup 2023 Live: শ্যুট আউটে হার, বিশ্বকাপ অভিযান শেষ ভারতের

Hockey World Cup 2023 Live Updates: ভারত-নিউজিল্যান্ড ৪৪ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ২৪টি ম্যাচ, নিউজিল্য়ান্ড জিতেছে ১৫টি ম্যাচ। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়।

ABP Ananda Last Updated: 22 Jan 2023 09:07 PM
Hockey World Cup Live: ছিটকে গেল ভারত

স্যাম লেন প্রথমবার নিউজিল্যান্ডের হয়ে গোল করতে ব্যর্থ হলেও এবারে ব্যর্থ হননি। তবে শ্যুট আউটের ১৮তম শটে শামশের গোল করতে ব্যর্থ হন। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

India vs New Zealand Live: দুই দলই গোল করতে ব্যর্থ

শ্যুট আউটের অষ্টম শটে ফিলিপ্স ও সুরজিৎ উভয়েই গোল করতে ব্যর্থ হন। দুই দলের গোলরক্ষকই শট বাঁচিয়ে দেন।

Hockey World Cup Live: সেভ করতে ব্যর্থ পাঠক

ফিন্ডলে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। আহত শ্রীজেশের বদলে পাঠক গোল নামলেও শট বাঁচাতে পারেননি। তবে রাজকুমারও ভারতের হয়ে গোল করে ম্যাচে ভারতকে সমতায় ফেরান।

India vs New Zealand Live: এখনও সমতায় ম্যাচ

নিউজিল্যান্ড অধিনায়ক নিক উড কিউয়ি দলের ষষ্ঠ শট মিস গোলের বাইরে মারেন। রিভিউ করেও তাতে লাভের লাভ কিছুই হয়নি। তবে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতের শটও নিউজিল্যান্ড গোলরক্ষক বাঁচিয়ে দেওয়ায় ম্যাচ এখনও সমতায়।

Hockey World Cup Live: দুরন্ত শ্রীজেশ

চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে গোল করলেন সুরজিৎ। স্যাম হিহা কিউয়ি দলের হয়ে গোল করতে পারেননি। শ্রীজেশ দুরন্ত সেভ করে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখলেন।

India vs New Zealand Live: টিকে রইল ভারত

চতুর্থ শট মিস করলেন শামসেরও। নিউজিল্যান্ড গোলরক্ষক হেওয়ার্ড দারুণ সেভ করেন। তবে স্যাম লেন মিস করায় ভারত এখনও ম্যাচে

Hockey World Cup Live: এগিয়ে নিউজিল্যান্ড

শ্যুট আউটে ভারতের হয়ে গোল করতে ব্যর্থ হলেন অভিষেক। নিউজিল্যান্ড গোল করে এগিয়ে গেল।

India vs New Zealand Live: দুই শটের পরেও স্কোর সমান

হার্দিকের বদলে সদ্য ভারতীয় দলে আসা রাজকুমার পাল দ্বিতীয় শ্যুট আউটে ভারতের হয়ে গোল করেন। ফিন্ডলেও কিউয়ি দলের হয়ে গোল করে সমতা বজায় রাখলেন।

Hockey World Cup Live: প্রথম দুই শটেই গোল

শ্যুট আউটে প্রথম শটেই গোল করলেন হরমনপ্রীত। কিউয়ি অধিনায়কের বিরুদ্ধে শ্রীজেশ ফাউল করায় পেনাল্টি পায় নিউজিল্যান্ড। সেখান থেকে রাসেল গোল করেন।

India vs New Zealand Live: সমতায় শেষ হল ম্যাচ

নির্ধারিত সময়ে ৩-৩ শেষ হল ম্যাচ। একেবারে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড গোলের সুযোগ পেলেও, গোল করতে পারেননি লেন। ভারতীয় গোলরক্ষক পাঠক শেষমুহূর্তে এক অনবদ্য় সেভ করে ভারতকে ম্যাচে বাঁচিয়ে রাখলেন তিনি। ম্যাচ সমতায় শেষ হওয়ায় এবার শ্যুট আউট হবে।

Hockey World Cup Live: সমতায় ফিরল নিউজিল্যান্ড

পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করল নিউজিল্যান্ড। কিউয়ি দল প্রথম শট লক্ষ্যে রাখতে পারেনি বটে। তবে অমিত রোহিদাস বক্স থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। দ্বিতীয় পোস্টে থাকা সন ফিন্ডলে নিউজিল্যান্ডকে সমতায় ফেরান।

India vs New Zealand Live: প্রথম পেনাল্টিতেই গোল

ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল পেল নিউজিল্য়ান্ড। কেন রাসেল কিউয়ি দলের হয়ে গোল করলেন। ফের একবার জমে গেল ম্যাচ। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ৩-২ এগিয়ে। কোয়ার্টারের শেষ দিকে ভারতীয় দল পেনাল্টি কর্নার পেলেও অমিত রোহিদাসের ড্র্যাগ ফ্লিক দুরন্তভাবে বাঁচিয়ে দেন সাইমন চাইল্ড। 

Hockey World Cup Live: ভারতের তৃতীয় গোল

তৃতীয় কোয়ার্টারের শুরুটা নিউজিল্যান্ডই বেশি ভালভাবে করলেও গোল পেল ভারতীয় দল। নিউজিল্যান্ড গোলরক্ষক ডিকসন একাধিক দুরন্ত সেভ করলেও, পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমারের শট রুখতে পারলেন না তিনি। 

India vs New Zealand Live: এক গোল শোধ

নিউজিল্যান্ডের হয়ে এক গোল শোধ করলেন স্যাম লেন। ভারতের বাঁ-দিক থেকে ফিনলির দুরন্ত পাস বল পেয়ে যান চাইল্ড। তাঁর পাস থেকেই স্যাম লেন গোলে বল জড়িয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। ভারতের পক্ষে ২-১ শেষ হল প্রথমার্ধ।

Hockey World Cup Live: ভারতের লিড দ্বিগুণ করলেন সুখজিৎ

ম্যাচে ভারতের পঞ্চম পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট ফের একবার দারুণভাবে টম ডিকসন বাঁচালেও ফিরতি বল থেকে গোল করেন সুখজিৎ সিংহ। দুই গোলে এগিয়ে গেল ভারতীয় দল।

India vs New Zealand Live: গোল বাতিল

কিউয়ি গোলরক্ষক টম ডিকসন ভারতের পেনাল্টি কর্নার থেকে এক, দুই নয়, তিন তিনটি সেভ করেন। তবে নিউজিল্যান্ড রক্ষণ বল বক্সের বাইরে পাঠাতে পারেনি। ফাকা গোলে নীলকান্ত বল জড়িয়ে দিলেও, রিভিউয়ে সেই গোল বাতিল করা হয়। পরিবর্তে নিউজিল্যান্ড ফ্রি-হিট পায়।

Hockey World Cup Live: প্রতিআক্রমণে গোল

ম্যাতে এগিয়ে গেল ভারত। অভিষেকের পাস থেকে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিলেন ললিত। হরমনপ্রীত নিউজিল্যান্ড ফরোয়ার্ডের থেকে বল ছিনিয়ে নিয়েই দুরন্ত প্রতিআক্রমণের শুরুটা করেন। সেই আক্রমণ থেকেই গোল এল।

India vs New Zealand Live: গোলশূন্য প্রথমার্ধ

ম্যাচের ১৪  মিনিটে ভারতীয় দল প্রথম পেনাল্টি কর্নার পায়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক গোলে থাকলেও তা দারুণভাবে রুখে দেন নিউজিল্যান্ড ডিফেন্ডার। তার কয়েক মুহূর্ত আগেই শ্রীজেশ এক দারুণ সেভ দিয়ে ভারতের রক্ষা করেন। শেষমেশ প্রথম কোয়ার্টারে গোলই হলই না।

Hockey World Cup Live: পরপর সবুজ কার্ড

ম্যাচের আট মিনিটের মাথায় নিউজিল্যান্ডের নিক উডস সবুজ কার্ড দেখে দুই মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান। তার পরপরই ভারতের মনপ্রীত সিংহও সবুজ কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হন।

India vs New Zealand Live: সুযোগ হাতছাড়া

আকাশদীপের পাস থেকে শামশের নিউজিল্যান্ডের বক্সের মধ্যে বল পেয়েছিলেন বটে। তবে প্রচুর কিউয়ি ডিফেন্ডার সেই সময়ে বক্সে উপস্থিত থাকায় ভারতীয় দল আর সুযোহ কাজে লাগাতে পারেনি। 

Hockey World Cup Live: মাঝমাঠের লড়াই

শুরুতেই নিউজিল্যান্ড আক্রমণ শানায়। তবে ভারতীয় রক্ষণ সহজেই সেই আক্রমণ প্রতিহত করে। ম্যাচ এগোলে ভারতীয় দলও আক্রমণ গড়ে তোলে বটে, তবে দুই দলের কেউই এখনও বড় সুযোগ তৈরি করতে পারেনি। 

India vs New Zealand Live: প্রয়োজন গোলের

ভারতীয় দল এই বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে মাত্র ছয়টি গোল করেছে। এই ম্যাচে ভারতীয় দলের আক্রমণ ভাগের দিকে বিশেষ নজর থাকবে। তবে অপরদিকে, ভারতীয় রক্ষণও বেশ ভাল খেলছে। ভারতীয় দল মাত্র দুই গোল হজম করেছে। 

Hockey World Cup Live: এগিয়ে ভারত

ভার-নিউজিল্যান্ডের শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে ভারতীয় দল। একটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

প্রেক্ষাপট

ভুবনেশ্বর: ওয়েলশের বিরুদ্ধে ৪-২ স্কোরলাইনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেও ভারতীয় হকি দল (Indian Hockey Team) গ্রুপ 'ডি'-র দ্বিতীয় স্থানেই শেষ করেছে। গ্রপে দ্বিতীয় হওয়ায় হরমনপ্রীতরা সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করেছে। ভারতকে বিশ্বকাপের শেষ আটে পৌঁছতে হলে নিউজিল্যান্ডকে (India vs New Zealand) ক্রসওভার ম্যাচে হারাতেই হবে। কিউয়িদের বিরুদ্ধে আজ রবিবারই মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া।


ভুবনেশ্বরে এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গ্যালারিভর্তি দর্শকদের উপস্থিতিতেই মাঠে নামবেন হরমনপ্রীতরা। নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতীয় কোচ গ্রাহাম রিড (Graham Reid) দলের রক্ষণ নিয়ে চিন্তিত। তিনি বলেন, 'আমরা ওদের বিরুদ্ধে (হকি প্রো লিগে) আগেও খেলেছি। আমাদের রক্ষণটা মজবুত করতে হবে, তবে প্রো লিগের সময় থেকে দলের রক্ষণ এখন অনেকটাই উন্নত হয়েছে। আশা করছি আমাদের রক্ষণ এই ম্যাচে ভালই খেলবে। সত্যি বলতে ওদের (নিউজিল্যান্ড) কিন্তু হারানোর কিছুই নেই। অপরদিকে, আমাদের ওপর বিরাট চাপ রয়েছে। তেব আমি আগেও বলেছি যে আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং নিজেদের সুযোগ কাজে লাগাই, তাহলে বিশ্বের যে কোনও দলকে আমরা হারাতে পারি।'


নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারতই। ভারত-নিউজিল্যান্ড ৪৪ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ২৪টি ম্যাচ, নিউজিল্য়ান্ড জিতেছে ১৫টি ম্যাচ। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়। ভারতীয় দল এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.