বেঙ্গালুরু: ২০০১-এ ইডেন গার্ডেনে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের যুগলবন্দী রুখে দিয়েছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয় রথ। সেই স্মরণীয় টেস্টে তাঁর অসাধারণ ইনিংস সম্পর্কে একটি আকর্ষণীয় ঘটনার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন দ্রাবিড়। কঠিন পরিস্থিতিতে ওই ইনিংস খেলা আদৌ সহজ ছিল না। তারওপর অস্ট্রেলিয়ার স্লেজিং সামলে ইনিংস কীভাবে সাজিয়েছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করলেন দ্রাবিড়। ওই সিরিজে এর আগে রান ছিল না তাঁর ব্যাটে।
দ্রাবিড় বলেছেন, 'ওই টেস্টের প্রথম তিনদিনের মধ্যেই আমরা প্রায় হারতে বসেছিলাম। ব্যক্তিগতভাবে বলতে কী, আমার ফর্মটাও একেবারেই ভালো যাচ্ছিল না। বোম্বে টেস্টে রান করতে পারিনি। ইডেনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রান করতে পারিনি। আর, ব্যাটিং অর্ডারে আমাকে ছয় নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পিচে পৌঁছনোর সঙ্গে সঙ্গে স্টিভ ওয়া বিদ্রুপ করলেন, রাহুল, এই ইনিংসে তাহলে ছয় নম্বরে। পরের ইনিংসে কত নম্বরে? ১২ নম্বরে?'
একে তো ফলো-অনের চাপ, তার ওপর বিপক্ষ অধিনায়কের এ ধরনের স্লেজিং। এসব কিছু সামলে কঠিন পরিস্থিতিতে কীভাবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেছিলেন, তা জানালেন দ্রাবিড়।
তিনি বলেছেন, 'খুবই খারাপ লাগছিল। ওই অবস্থায় অতীত বা ভবিষ্যতের কথা মাথায় আসছিল না। আর ক্রিকেটে, প্রতিটি বলে মনঃসংযোগ করতে হয়। তখন আমি ভাবলাম, দেখা যাক, কটা বল খেলতে পারি। আমি ভাবছিলাম, আর একটা, আরও একটা'।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দ্রাবিড়।
২০০১-র বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কোনও দলের ঘুরে দাঁড়ানোর একটা দুরন্ত নজির। দ্রাবিড়ের ইনিংস ও লক্ষ্মণের ২৮২ রানে ভর করে প্রথম ইনিংসে ২৪৭ রানের ঘাটতি মিটিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮৩ রানের লিড নেয়। হরভজন সিংহের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ২১২ রানে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।
পরে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে ভারত।