কর্ণাটক: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করেছিলেন। এরপর থেকে এই দলটির হয়েই খেলে গিয়েছেন গত ১৪ বছর ধরে। একাধিক সাফল্য পেয়েছেন। অধিনায়ক হিসেবে দেশের জার্সিতেও সাফল্য পেয়েছেন। এহেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন দীপক হুডা। আসন্ন নিলামে কােন দলের হয়ে খেলতে চান? এক সাক্ষাৎকারে হুডা বলেন, ''চেন্নাই আমার সবচেয়ে পছন্দের দল। আমি যেনতেন প্রকারে ওই দলে খেলতে চাই। যদিও অন্য় কোনও দল হলেও অসুবিধে নেই। কিন্তু ধোনির নেতৃত্বে খেলতে চাই আমি। যে কোনও বাচ্চার মতোই আমি ধোনির নেতৃত্ব খেলতে চাই।''


আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনি বলছেন, ''আমি এমএসডির বিশাল বড় ভক্ত। আমি ওঁর নেতৃত্ব দেওয়ার ধরণ খুব পছন্দ করি। ওঁর সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। আমি শুরুতে যখন ভারতীয় দলে এসেছিলাম তখন ধোনি ভাই ছিলেন দলে। সেই মুহূর্তে বিভিন্ন ইস্যু নিয়ে ওঁর সঙ্গে কথা বলেছি।''


এদিকে, করোনা আবহে এবারের আইপিএল দেশের মাটিতে হবে না বিদেশে হবে, সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, মহারাষ্ট্রে হবে আইপিএলের গ্রুপ লিগের ম্যাচগুলি। মুম্বই, নভি মুম্বই ও পুণেতে হবে আইপিএলের গ্রুপ লিগের ম্যাচগুলি। প্লে-অফের ম্যাচগুলি কোথায় হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্লে-অফের ম্যাচগুলি আয়োজনের বিষয়ে এগিয়ে আমদাবাদ।


আইপিএল আয়োজন প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ মাত্রা না ছাড়িয়ে গেলে এবার দেশের মাটিতেই হবে আইপিএল। আমরা মহারাষ্ট্রে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। মুম্বই ও পুণেতে হবে ম্যাচ। তারপর আমরা নকআউট পর্বের ম্যাচগুলি আয়োজন নিয়ে ভাবব।’ গতবার আইপিএল শুরু হয়েছিল দেশের মাটিতেই। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। এরপর সংযুক্ত আরব আমিরশাহিতে হয় আইপিএলের বাকি ম্যাচগুলি।