তিনি, রোহিত শর্মা, নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে বুধবার একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘আমি শুধু দলের জন্যই নয়, দেশের জন্যও মাঠে নামি।’ সঙ্গে দেশের জার্সি পরে মাঠে নামার একটি ছবিও পোস্ট করেন হিটম্যান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, ‘লোকে মিথ্যা কথার ওপর ভিত্তি করে চলছে।’ তিনি এও বলেছিলেন, ‘ভীষণ বিভ্রান্তিকর। এই ধরনের খবর পড়াটা খুব হাস্যকর।’
দুই তারকার সম্পর্কে চিড় ধরার জল্পনা উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। যদিও তাতে জল্পনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং অনেকে এখনও মনে করেন যে, বিরাট-রোহিতের দূরত্ব চলছে। যে জল্পনা বেঁচে রইল রোহিতের টুইটে।