মুম্বই: রানের খরা চলছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ২ ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা পাওয়া নিয়েই অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কিন্তু সুযোগও পেলেন, আর সেই সুযোগকে দারুণভাবে কাজেও লাগালেন। প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন ময়ঙ্ক (mayank agarwal)। সেই ইনিংসের বর্ণনা দিতে গিয়ে ময়ঙ্ক বললেন, রাহুল দ্রাবিড়ের (rahul dravid) পরামর্শই যেভাবে তাঁকে সাহায্য করেছিল। ভারতীয় দলের হেডকোচের টিপসেই যে ব্যাটে রান পেয়েছেন তিনি, তা বললেন।


এক সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেন, ''মুম্বই টেস্টে খেলতে নামার আগে আমার সঙ্গে কথা হয়েছিল। তিনি আমাকে বলেন যে রান না পেলেও সেই নিয়ে একদমই ভাবতে না। আবেগকেও কন্ট্রোল করতে বলেছিলেন। মানসিকভাবে আরও শক্ত হতে বলেছিলেন। এই মানসিক কাঠিন্যটাই আমার দরকার ছিল। কারণ খারাপ সময়ে মানসিক শক্তিটাই অনেক কাজে আসে।'' ময়ঙ্ক আরও বলেন, ''উনি আমাকে টেকনিক্যালি বেশি কিছু বদল করতে না বলেছিলেন। অতীতে আমি যেভাবে রান করেছি, সেভাবেই আবার রান পাব, এই বিশ্বাস দিয়েছিলেন। সৌভাগ্যবশত পরের ইনিংসেই আমি রান পেয়ে যাই।''


তরুণ এই ওপেনার টেস্টে খারাপ ফর্মে চলছিলেন। মুম্বই টেস্টের আগে শেষ ১০ ইনিংসে একটিও অর্ধশতরান পাননি তিনি। কিন্তু সেই টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে শুধু মনোবলই নয়, দক্ষিণ আফ্রিকা সফরের তিন টেস্টের সিরিজেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন ময়ঙ্ক। উল্লেখ্য, রোহিত ও রাহুল দুজনেই নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছিলেন ময়ঙ্ক। ওয়াংখেড়েতে ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি। প্রোটিয়া সফরে এখন ময়ঙ্ক রোহিত, রাহুলের উপস্থিতিতে সুযোগ পান কি না প্রথম একাদশে, তা দেখার।


আরও পড়ুন: রুট, মালানের অপরাজিত অর্ধশতরানে গাব্বায় কামব্যাক ইংল্য়ান্ডের