দুবাই: কাল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দু’দলই এখনও পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।
একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত। তারাই সবচেয়ে বেশিবার একদিনের বিশ্বকাপ জিতেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে অসিদের রেকর্ড অনুজ্জ্বল। এবারের আগে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের সেরা পারফরম্যান্স ছিল দু’বার সেমি-ফাইনালে পৌঁছনো। তবে এবার দু’দলই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে।
এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তারপর দু’দল এই প্রথম টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। অতীত রেকর্ড তাঁদের পক্ষে থাকায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারেন কেন উইলিয়ামসনরা।
টি-২০ ম্যাচে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ১৪বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে বদলা নেওয়ার লড়াই নিউজিল্যান্ডের।
২০১৫ সালের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া একবারও কোনও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড এবার ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ফলে তাদের সামনে একই বছরে ক্রিকেটের দুই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
ফাইনালে অবশ্য উইকেটকিপার-ব্যাটসম্যান ডেভন কনওয়েকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তাঁর হাত ভেঙে গিয়েছে। সেই কারণে ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত কাউকে বেছে নিতে হবে কেন উইলিয়ামসনদের। অস্ট্রেলিয়া দলে অবশ্য সেরকম কোনও সমস্যা নেই। দলের সবাই ফিট।