গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে আসছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও একটি টেস্টে জয়ী হয়েছিল ভারত।
শুক্রবার বার্ষিক আপডেটের ভিত্তিতে শুক্রবার ১ মে আইসিসি নয়া র্যাঙ্কিং জারি করেছে। এই র্যাঙ্কিং অনুসারে শীর্ষস্থান হারিয়ে ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬, নিউজিল্যান্ডের ১১৫।
আইসিসি-র পক্ষ থেকে জারি প্রেস বিবৃতি অনুসারে, ২০১৬ পর্যন্ত ফলাফল বিবেচনায় রাখা হয়নি এবং এরপরের ফলাফলের ভিত্তিতে র্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
র্যাঙ্কিংয়ে এর মাশুল গুণতে হয়েছে ভারতীয় দলকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
২০১৬-র অক্টোবর থেকে আইসিসি-র টেস্ট দলের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত।
অন্যদিকে, বিগত কয়েকমাসের খারাপ পারফরম্যান্সের কারণে ক্রমতালিকায় প্রথম পাঁচ দলের মধ্যেও থাকতে পারল না দক্ষিণ আফ্রিকা। তাদের স্থান ষষ্ঠ।
শীর্ষস্থান হারালেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও সবার আগে ভারতই। ভারত চারটি সিরিজ খেলেছে। এরমধ্যে নিউজিল্যান্ড ছাড়া সব সিরিজেই জয়ী হয়ে ৩৬০ পয়েন্ট ভারতের।
অন্যদিকে, একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বড় কোনও রদবদল হয়নি। শীর্ষস্থানেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে ভারত। তবে ইংল্যান্ডের (১২৭) সঙ্গে ভারতের (১১৯) পয়েন্টের ব্যবধান অনেকটাই।
তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (১১৬) ও চতুর্থ দক্ষিণ আফ্রিকা (১০৮) এবং পঞ্চম অস্ট্রেলিয়া (১০৭)।
আর টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। প্রথম স্থানে থাকা পাকিস্তানকে অস্ট্রেলিয়া সরিয়ে দিয়েছে চতুর্থ নম্বরে।
এই প্রথম অস্ট্রলিয়া টি-২০ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে এল।অন্যদিকে, ২৭ মাস পর র্যাঙ্কিংয়ে ১ নম্বর জায়গা হারাল পাকিস্তান। তারা হারিয়েছে ১০ পয়েন্ট।
ভারতের খাতায় যুক্ত হয়েছে ২ পয়েন্ট এবং একধাপ এগিয়ে ক্রমতালিকায় ভারত পৌঁছে গিয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় ইংল্যান্ড।