পুণেঃ বিশ্বকাপে (ODI World Cup 2023) টানা ৪ ম্যাচে চারটে জয়। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর আবার বাংলাদেশের বিরুদ্ধেও দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল(Indian Cricket Team)। নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৪৮ তম শতরান হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে একটা সময় নাকি সেঞ্চুরি করার থেকে দলের জয়ের কথা ভেবে সিঙ্গলস নিতে চাইছিলেন কোহলি। তবে তা বারণ করেন কে এল রাহুল। ম্যাচ জয়ের পর সেই কথাই ফাঁস করলেন রাহুল নিজেই। তিনি বলেন, ''আমাকে বিরাট সিঙ্গলস নিতে বলছিল, কারণ ওর কাছে দল সব সময় আগে। ও আমাকে এমনটাও বলছিল যে যদি সিঙ্গলস না নেই, তবে মানুষ ভাবতে পারে যে নিজের ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছি। আমি তখন বিরাটকে বলি যে আমরা এমনিও ম্যাচটা জিতেই যাব। তার থেকে বরঞ্চ তুমি তোমার নিজের শট খেলো, আর নিজের সেঞ্চুরিটা পূর্ণ করো। আমরা খুব সহজেই ম্যাচ জিতব। তার যদি সুযোগ থাকে তোমার মাইলস্টোন পূরণের তবে তুমি সেটা পূরণ করো। আর বিরাট সেটাই করে।''


উল্লেখ্য, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ২৫৭ রান তাড়া করতে নেমেছিল ভারত। চল্লিশতম ওভারে নাসুম আমেদের প্রথম বলেই বাউন্ডারি কোহলির। অঙ্কটা পাল্টে গেল। ম্যাচ জিততে ভারতের চাই ১৫ রান। সেঞ্চুরির জন্য কোহলিরও প্রয়োজন ১৫। পরের দুই বলে কোনও রান নিলেন না কোহলি। হাতে ওভার সংখ্যা রয়েছে পর্যাপ্ত। তাই তাড়াহুড়োতে নারাজ বিরাট। শিকার ধরার আগের মুহূর্তে ক্ষুধার্ত বাঘ যেমন নিশানাকে জরিপ করে নেয়, কোহলিও যেন সেরকমই মাপছিলেন বোলারকে। ওভারের চতুর্থ বলে ছক্কা। ফের বদলে গেল সমীকরণ। ম্যাচ জিততে ভারতের চাই ৯। কোহলিরও সেঞ্চুরির মোক্ষলাভ ৯ রান দূরে। ওভারের শেষ বলে সিঙ্গল নিলেন কিংগ কোহলি।


কিন্তু নাটকের পরবর্তী পর্ব তোলা ছিল পরের ওভারের জন্য। হাসান মাহমুদ ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করলেন। কোহলি বুঝে গেলেন, বিপক্ষ অন্য কৌশল নিচ্ছে। সে যতই খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রশ্ন উঠুক না কেন, প্রতিপক্ষকে মাইলফলক স্পর্শ করতে না দেওয়ার তীব্র আকাঙ্খা যেন তখন বাংলাদেশ শিবিরের পরতে পরতে। কোহলিও স্ট্র্যাটেজি বদলে ফেললেন। ঠিক করলেন, বড় শটের জন্য না গিয়ে ২ রান করে চুরি করে নেবেন। পৌঁছে যাবেন শতরানের আরও কাছে।









পরের ওভারে বল করতে এসে এবার ওয়াইড করার চেষ্টা নাসুমের। কিন্তু আম্পায়ার অতিরিক্ত রান দিলেন না। কোহলি সম্ভবত বুঝে গিয়েছিলেন, বড় শট না খেলতে পারলে সেঞ্চুরি অসম্ভব। ওভারের তৃতীয় বলে ঝুঁকি নিলেন। কথায় আছে, ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। কোহলির শট আছড়ে পড়ল মিড উইকেট বাউন্ডারির বাইরে। পেল্লায় ছক্কা মেরে দলকে জেতালেন কোহলি। ভারতও ম্য়াচ জিতে গেল। ৫১ বল বাকি থাকতে। ৭ উইকেটে।