আবু ধাবি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে  গতকাল শুক্রবার একটি বাউন্সার আছড়ে পড়ল পাকিস্তানের ওপেনার ইমাম উল হকের হেলমেটে। এই ঘটনার পর ইমামকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিউই পেসার লোকি ফার্গুসনের বাউন্সার আছড়ে পড়ে মুখের সামনে হেলমেটের জালে। পাকিস্তানের রান তাড়ার সময় ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ওই ঘটনা ঘটে। প্রথমে মাটিতে বসে পড়েন ইমাম। পরে মাঠেই শুয়ে পড়েন তিনি। এরপর দলের সাপোর্ট স্টাফরা ছুটে আসার পর ইমাম ফের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হন। কিন্তু পরক্ষণেই ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে ধরে ফেলেন নিউজিল্যান্ডের এক ক্রিকেটার ও পাক দলের এক সাপোর্ট স্টাফ। এরপর পাক দলের ফিজিওতে ইমামকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দুই আম্পায়ার ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।



ইমামের জায়গায় ব্যাট করতে নামেন বাবর আজম। কয়েক মিনিটের মধ্যে সাইট স্ক্রিনের কাছে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এরপর ইমামকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই পিচেই পাক পেসার শাহিন শাহ আফ্রিদি তাঁর কেরিয়ারের সেরা ৩৮ রানে ৪ উইকেট নেন। তাঁর দাপটে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২০৯ রান করতে পারে। জবাবে ফকর জামানের ৮৮ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৪০.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে সিরিজে সমতা ফেরায়।