মুম্বই: বৃহস্পতিবারই (১৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড (IND vs WI T20I) ঘোষণা করেছে বিসিসিআই। সেই ১৮ সদস্যের ভারতীয় দলে বেশ কিছু তারকা থাকলেও, দলে সুযোগ পাননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। তারকা ব্যাটার সুযোগ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ভারতীয় প্রাক্তনী দোদ্দা গণেশ (Dodda Ganesh)।


নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গণেশ ভারতীয় নির্বাচকদের তীব্র সমালোচনা করেছেন। সঞ্জু সুযোগ না পেলেও দলে শ্রেয়স আইয়ার থাকা নিয়েই তার ক্ষোভ। নিজের সেই পোস্টে তিনি লেখেন, 'সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়দের টি-টোয়েন্টি দলে প্রয়োজন। শ্রেয়স আইয়ারকে সুযোগ দিয়ে ওকে দল থেকে বাদ দেওয়া কোনও ক্রিকেটীয় ব্যাখা থাকতে পারে না।'


 






৭ বছরে স্যামসন ১৩টি ম্যাচ খেলেছেন


আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক বহুদিন ধরেই ধারাবাহিক পারফর্ম করছেন। তবে তিনি ভারতীয় দলে কোনও সময়ই পাকাপাকিভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি এবং তাঁকে সুযোগও দেওয়া হয়নি। ভারতের হয়ে পরপর সর্বাধিক তিনটি ম্যাচে সুযোগ পেয়েছেন স্যামসন। ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েও, এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে মাত্র ১৩টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন তিনি। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়ে তিনি ভাল পারফর্মও করেছিলেন। জাতীয় দলের জার্সিতে নিজের সর্বাধিক ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। দীপক হুডার সঙ্গে গড়েন রেকর্ড পার্টনারশিপও।


বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয়


তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলে তাকে রাখা হলেও, পরের দুই ম্যাচে ভারতীয় স্কোয়াডে জায়গা পাননি স্যামসন। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাদ পড়লেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্যামসনের এই বাদ পড়াটা, বিশ্বকাপে তার জাতীয় দলে থাকা নিয়েও একটা প্রশ্নচিহ্ন খাড়া করে দেয়। অবশ্য ক্যারিবিয়ান সফরে ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির না থাকাটাই স্যামসনের এই স্কোয়াডে অনুপস্থিতির বিষয়টা খানিকটা হলেও পিছনে ঠেলে দিয়েছে। উইন্ডিজের বিরুদ্ধে কোহলি এবং যশপ্রীত বুমরাকে স্কোয়াডে রাখা হয়নি। এর কোনও ব্যাখা দেওয়া না হলেও, মনে করা হচ্ছে বিসিসিআই তাদের বিশ্রামই দিয়েছে।


আরও পড়ুন: প্রত্যাশামতোই বিশ্রাম কোহলিকে, নেতৃত্বে রোহিত, ফিরতে পারেন রাহুল