রায়পুর: সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে রানের বন্যা। দুই দলের ব্যাটাররাই যেন বোলারদের বোলিং মেশিনে পরিণত করে ফেলেছেন। তিন ম্যাচে ১২৩টি বাউন্ডারি ও ৬৫টি ছক্কা মেরেছেন ব্যাটাররা। শুক্রবার রায়পুরে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও রানের প্লাবনের সম্ভাবনা।


প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে ম্যাড-ম্যাক্স ঝড়ে আক্রান্ত হয়েছিল ভারত। ভারতীয় শিবিরের পক্ষে স্বস্তি বলতে, দেশে ফিরে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। গুয়াহাটিতে বিধ্বংসী ইনিংস খেলে ভারতীয় শিবিরে আঁধার নামিয়েছিলেন। তবে তিন ম্যাচের পরই তিনি দেশে ফিরেছেন। ভারতের মতোই অস্ট্রেলিয়াও রোটেশন করে ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা নিয়েছে। তবু অস্ট্রেলিয়ার সামনে এখনও পরীক্ষা। কারণ, সিরিজে এখনও পিছিয়ে রয়েছেন অজ়িরা। ২-১ এগিয়ে ভারত। শুক্রবার ভারত জিতলেই সিরিজ মুঠোয়। পাঁচ ম্য়াচের সিরিজের ফয়সালা শেষ ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রাখতে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ জিততে মরিয়া থাকবে দুই শিবিরই।

ম্যাক্সওয়েল ঝড়ে আক্রান্ত ভারতীয় বোলারদের সামনেও নিজেদের গুছিয়ে নেওয়ার পরীক্ষা। দুই স্পিনার রবি বিষ্ণোই  ও অক্ষর পটেল শুরুর স্পেলে ভাল বোলিং করলেও, শিশিরেও সমস্যায় পড়ছেন। যে কারণে ডেথ ওভারে কার্যকরী হতে পারছেন না দুজনের কেউই। অর্শদীপ সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণ - দুই পেসারও নিশানায় অভ্রান্ত থাকতে পারছেন না। প্রচুর রান খরচ করে ফেলছেন। তবে এই ম্যাচে দীপক চাহার ও মুকেশ কুমার খেললে কিছুটা জমাট বাঁধতে পারে ভারতীয় বোলিং। ষষ্ঠ বোলার খেলানোর পথেও হাঁটতে পারে ভারত। আগের ম্যাচে পাঁচ বোলার নিয়ে সমস্যায় পড়েছিলেন অস্থায়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।


শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে চারটিতে। অস্ট্রেলিয়া জিতেছে তিন ম্যাচ। পরাজয় দুই ম্যাচে। এই ম্যাচে মুকেশ কুমারের পাশাপাশি শ্রেয়স আইয়ারের অন্তর্ভুক্তিও ভারতীয় দলকে শক্তিশালী করবে। প্রথম তিন ম্যাচে ছিলেন না শ্রেয়স। সিরিজের শেষ দুটি ম্যাচে খেলার কথা শ্রেয়সের। সহ অধিনায়ক হিসাবে দলে এসেছেন। শ্রেয়স খেলবেন হয়তো তিলক বর্মার পরিবর্তে।                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই