আমদাবাদ: প্রথমে শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি। তারপর বিরাট কোহলির (Virat Kohli) ঝকঝকে অর্ধশতরান (Half Century)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। প্রথম ইনিংসে ভারতের রান ২৮৯ - ৩। দিনের শেষে ১২৮ বলে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন কোহলি। সঙ্গী রবীন্দ্র জাডেজা, ১৬ রান করে অপরাজিত।


তবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনও অনেকটাই পিছিয়ে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া এখনও ১৯১ রানে এগিয়ে রয়েছে। ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর পেরিয়ে একটা ভদ্রস্থ লিড নেওয়া। তাহলেই এই টেস্ট ম্যাচের ফয়সলা হতে পারে। যদি ম্যাচের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। তবে তার জন্য ভারতকে অন্তত ১২০ রানের লিড নিতে হবে। অসম্ভব না হলেও ম্যাচের যা পরিস্থিতি তাতে কোহলিদের কাজটা এখনও কঠিন। 


তবে এখনও পর্যন্ত ম্যাচের যা গতি প্রকৃতি তাতে প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আমদাবাদ টেস্ট ড্র হতে পারে। সেক্ষেত্রে সিরিজ জিতবে ভারতই। চার টেস্ট ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচ ড্র হলে একই ব্যবধানে সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যাবে ভারতের। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় দল কারা হবে তা নিয়ে লড়াই ভারত ও শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলে ভারতই ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে।


আরও পড়ুন: Ind vs Aus: শুভমনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার চেয়ে আর ২৯২ রানে পিছিয়ে ভারত


আমদাবাদ টেস্টে (Ahmedabad Test) পাল্টা লড়াই করছে ভারতীয় ব্যাটাররা (Indian Batsmen)। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে ম্যাচের তৃতীয় দিন চা পানের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৮৮-২। ঝকঝকে সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ২৩৫ বলে ১২৮ রান করে ফেরেন শুভমন। তাঁর ইনিংসে রয়েছে বারোটি ৪ ও একটি ৬। চা পানের বিরতির পরে নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। 


আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান, রোহিত শর্মা ও শুভমন, দিনের শুরুটা ভাল করেছিলেন। তবে ৩৫ রান করার পরে ম্যাথিউ কুনেমানের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ৩৫ রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারা জুটি বাঁধেন শুভমনের সঙ্গে এবং ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে শুভমন এবং পূজারা ১১৩ রানে পার্টনারশিপ গড়েন। এরপরে টড মার্ফির বলে পূজারা এলবিডব্লিউ হয়ে যান ব্যক্তিগত ৪২ রানে।