বেঙ্গালুরু: সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টিতে জিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ করে ফেলেছিল ভারত। রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। তবু ক্রিকেটপ্রেমীরা দেখার অপেক্ষায় আছেন যে, ভারত কি শেষ ম্যাচেও দাপট দেখাবে? নাকি ভারত ছাড়ার আগে সান্ত্বনা পুরস্কার স্বরূপ শেষ ম্যাচে জয় ছিনিয়ে নেবে অস্ট্রেলিয়া? 


পঞ্চম ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের। টস জিতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজ়ি অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারতীয় দলে এদিন একটিই পরিবর্তন করা হয়। দীপক চাহারের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান অর্শদীপ সিংহ। বেঙ্গালুরুর বাইশ গজে যে ব্যাট-বলের সামঞ্জস্যপূর্ণ লড়াই হতে পারে, সেই পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাসই যেন মিলিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেসাররা।


যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড় - ভারতের দুই ওপেনার শুরুটা করেছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ৪ ওভারে ৩৩ রান যোগ করেন দুজনে। তবে ১৫ বলে ২১ রান করে জেসন বেহরেনডর্ফের বলে যশস্বী ফিরতেই ভারতীয় ইনিংসে ধস নামে। পরপর ফিরে যান রুতুরাজ (১২ বলে ১০ রান), সূর্যকুমার যাদব (৭ বলে ৫ রান), রিঙ্কু সিংহ (৮ বলে ৬ রান) ও জিতেশ শর্মা (১৬ বলে ২৪ রান)। একটা সময় ১৩.১ ওভারে ৯৭/৫ হয়ে গিয়েছিল ভারত।


 






সেখান থেকে ব্যাট হাতে প্রত্যাঘাত শ্রেয়স আইয়ারের। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন শ্রেয়স। নাথান এলিসের বলে তিনি যখন বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরলেন, শ্রেয়সের নামের পাশে জ্বলজ্বল করছে ৩৭ বলে ৫৩ রান। তাঁকে যোগ্য সঙ্গত করেন অক্ষর পটেল। ২১ বলে ৩১ রান করেন বাঁহাতি অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৪৬ রান যোগ করে তাঁরাই নিশ্চিত করেন যে, লড়াকু স্কোর বোর্ডে তুলতে পারবে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৬০/৮। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট বেহরেনডর্ফ ও ডোয়ারশ্যুইসের।


আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।