চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২৭৮ রান তুলে নিল ভারতীয় দল। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ার। যদিও রান পাননি বিরাট কোহলি। তিনি মাত্র ১ রান করে ফেরেন। ঋষভ পন্থ ৪৬ রানের ইনিংস খেলেন।


রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুলের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেছে ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রাহুল। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে নামলেও কোনও ব্যাটারই বড় রান পাননি। ৫৪ বলে ২২ রানের ইনিংস খেলে ফেলেন রাহুল। অন্যদিকে ৪০ বলে ২০ রান করে ফেরেন গিল। ২ জনেই তিনটি করে বাউন্ডারি হাঁকান। তাইজুল ইসলামের বল মাত্র ১ রান করে লেগিফোর হয়ে ফিরে যান বিরাট কোহলি। এরপর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ মিলে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ৪৫ বলে ৪৬ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান পন্থ। 


পন্থ ফিরে গেলে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন পূজারা। ১১২/৪ থেকে ২ জনে মিলে দলকে টানা শুরু করেন। দলের স্কোর যখন ২৬১, তখন পূজারা আউট হন। সহ অদিনায়কের ব্যাটন পেয়েছেন এই সিরিজে। দায়িত্ব পেয়ে দায়িত্বশীল ইনিংসও খেললেন। ৯০ রান করেন পূজারা। তিনি ফিরে যাওয়ার পর শ্রেয়স আইয়ার দলকে টেনে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত দিনের শেষ ৮২ রান অপরাজিত থাকেন।


বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভারতের। এই সিরিজের ওপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রয়েছে। ফাইনালে পৌঁছতে এই সিরিজের দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি টিম ইন্ডিয়াকে ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচই জিততে হবে।





বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ভারতের। এই সিরিজের ওপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রয়েছে। ফাইনালে পৌঁছতে এই সিরিজের দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি টিম ইন্ডিয়াকে ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের চারটি ম্যাচই জিততে হবে।


তবে, বাংলাদেশ শেষ স্থানে রয়েছে। কারণ, তারা ১০টি ম্যাচের মধ্যে মাত্রা একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। তাছাড়া ফেব্রুয়ারি ২০২০-র পর থেকে তারা ঘরের মাটিতেও কোনও টেস্ট জেতেনি। এমনতী টেস্টেও কোথাও ভারতকে হারায়নি। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে দলের অধিনায়কত্ব করছেন কেএল রাহুল, সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের আগে ফের একবার চর্চায় ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। হালে খুব একটা রান পাননি পন্থ। তবে তা সত্ত্বেও পন্থের ব্যাটিং ধরনে বিন্দুমাত্র বদল ঘটাতে আগ্রহী নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।