IND vs IRE, 1st T20 Live: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্য়ান্ডকে ৭ উইকেটে হারাল ভারত
IND vs IRE, 1st T20, Malahide Cricket Club Ground: রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে, তখন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের আর একটি দল।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয় পেল ভারত।
প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আছেন হার্দিক পাণ্ড্য ও দীপক হুডা।
পরপর ২ উইকেটের পতন ভারতের। প্রথম বলেই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব।
ভারতের প্রথম উইকেটের পতন। বোল্ড হলেন ঈশান কিষাণ। ২৬ রানে ফিরলেন তিনি।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে বিনা উইকেটে ১৫ রান বোর্ডে তুলে নিল ভারত।
নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান বোর্ডে তুলে নিল আয়ারল্যান্ড। ১০৯ টার্গেট ভারতের।
ম্যাচে চাহালের প্রথম শিকার। ৯ ওভারে ৭৩ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারাল আয়ারল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারে ১৪ রান খরচ করলেন উমরান মালিক
আয়ারল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। এবার ফিরে গেলেন ডিলানি। প্রথম শিকার আবেশ খানের।
পরপর ২ ওভারে ২ উইকেটের পতন। হার্দিকের বলে ফিরলেন স্টার্লিং।
প্রথম ওভারে বল করতে এলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারেই উইকেট।
হার্দিকের নেতৃত্বে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল
ভুবনেশ্বর কুমারের হাত থেকে জাতীয় দলের ক্যাপ নিলেন উমরান মালিক।
মাঝে বৃষ্টি একবার থেমে গেলেও ফের একবার বৃষ্টি পড়া শুরু হয়েছে।
বাধ সাধল বৃষ্টি। প্রথম টি-টোয়েন্টি শুরু হতে দেরি।
ভারতীয় ক্রিকেট দলের একাদশে অভিষেক উমরান মালিকের।
প্রেক্ষাপট
গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক হিসাবে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছেন। নেতৃত্ব যে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) কাছে কতটা উপভোগ্য হয়ে উঠেছে, তা বুঝিয়ে দিলেন বঢোদরার অলরাউন্ডার নিজেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে, তখন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের আর একটি দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে, তখন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের আর একটি দল। আইরিশদের বিরুদ্ধে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৬ ও ২৮ জুন দুটি ম্যাচই হবে ডাবলিনে।
রবিবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হার্দিক বলেছেন, 'আগেও আমি দায়িত্ব নিয়ে খেলতাম। কিন্তু এখন আরও দায়িত্ব নিতে হচ্ছে। আমি সব সময় মনে করি দায়িত্ব পেলে আমি ভাল খেলি।'
রবিবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হার্দিক বলেছেন, 'আগেও আমি দায়িত্ব নিয়ে খেলতাম। কিন্তু এখন আরও দায়িত্ব নিতে হচ্ছে। আমি সব সময় মনে করি দায়িত্ব পেলে আমি ভাল খেলি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -