IND vs IRE, 1st T20 Live: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্য়ান্ডকে ৭ উইকেটে হারাল ভারত

IND vs IRE, 1st T20, Malahide Cricket Club Ground: রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডে, তখন হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের আর একটি দল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Jun 2022 01:23 AM
IND vs IRE, T20 Live: জয় ভারতের

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয় পেল ভারত।

IND vs IRE, 1st T20 Live: ৬ ওভারে ভারতের স্কোর ৬৯/২

প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আছেন হার্দিক পাণ্ড্য ও দীপক হুডা।

IND vs IRE, T20 Live: খাতা না খুলেই ফিরলেন সূর্যকুমার

পরপর ২ উইকেটের পতন ভারতের। প্রথম বলেই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব।

IND vs IRE, 1st T20 Live: ২৬ রানে ফিরলেন ঈশান

ভারতের প্রথম উইকেটের পতন। বোল্ড হলেন ঈশান কিষাণ। ২৬ রানে ফিরলেন তিনি।

IND vs IRE, T20 Live: প্রথম ওভারে ভারতের স্কোর ১৫/০

রান তাড়া করতে নেমে প্রথম ওভারে বিনা উইকেটে ১৫ রান বোর্ডে তুলে নিল ভারত।

IND vs IRE, 1st T20 Live: ১২ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ১০৮/৪

নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান বোর্ডে তুলে নিল আয়ারল্যান্ড। ১০৯ টার্গেট ভারতের।

IND vs IRE, T20 Live: ৯ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৭৩/৪

ম্যাচে চাহালের প্রথম শিকার। ৯ ওভারে ৭৩ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারাল আয়ারল্যান্ড।

IND vs IRE, 1st T20 Live: প্রথম ওভারে ১৪ রান দিলেন উমরান

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারে ১৪ রান খরচ করলেন উমরান মালিক

IND vs IRE, T20 Live: উইকেট নিলেন আবেশ খান

আয়ারল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। এবার ফিরে গেলেন ডিলানি। প্রথম শিকার আবেশ খানের।

IND vs IRE, 1st T20 Live: আউট স্টার্লিং

পরপর ২ ওভারে ২ উইকেটের পতন। হার্দিকের বলে ফিরলেন স্টার্লিং।

IND vs IRE, T20 Live: প্রথম ওভারেই শিকার ভুবির

প্রথম ওভারে বল করতে এলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারেই উইকেট। 

IND vs IRE, 1st T20 Live: প্রথমবার জাতীয় দলের নেতৃত্বে হার্দিক

হার্দিকের নেতৃত্বে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল

IND vs IRE, T20 Live: ভুবির হাত থেকে টুপি পেলেন উমরান

ভুবনেশ্বর কুমারের হাত থেকে জাতীয় দলের ক্যাপ নিলেন উমরান মালিক।

IND vs IRE, 1st T20 Live: বৃষ্টির আনাগোনা চলছেই

মাঝে বৃষ্টি একবার থেমে গেলেও ফের একবার বৃষ্টি পড়া শুরু হয়েছে।

IND vs IRE, T20 Live: ম্যাচ শুরুর আগেই নামল বৃষ্টি

বাধ সাধল বৃষ্টি। প্রথম টি-টোয়েন্টি শুরু হতে দেরি।

IND vs IRE, 1st T20 Live: অভিষেক উমরান মালিকের

ভারতীয় ক্রিকেট দলের একাদশে অভিষেক উমরান মালিকের।

প্রেক্ষাপট


















 




 







 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.