রাঁচি: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) হোয়াইটওয়াশ করার পর আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি দ্বৈরথ। রাঁচিতে প্রথম ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?


অনেকে অপেক্ষা করেছিলেন ফের কুলচা জুটিকে একসঙ্গে দেখার জন্য। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুই স্পিনারকে দিয়ে বাজিমাত করবে ভারত, ভেবেছিলেন অনেকে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট যা ইঙ্গিত দিয়েছে, তাতে দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা নেই। কুলদীপ ও চাহালের মধ্যে যে কোনও একজন সুযোগ পেতে পারেন।


নজরে থাকবে শুভমন গিলের ফর্ম। ওয়ান ডে-তে স্বপ্নের দৌড় চলছে পাঞ্জাবের ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র তিন ম্যাচ। গুজরাত টাইটান্সের হয়ে গত আইপিএলে নজর কেড়েছিলেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। যদিও সেখানে তাঁকে ইনিংস গঠনের দায়িত্বে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে পারেননি। তবে প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন পৃথ্বী শ। শুভমন ব্যর্থ হলে যিনি টি-টোয়েন্টির জাতীয় দলে জায়গা করে নিতে পারেন।


নিউজিল্যান্ড শিবিরে চর্চায় থাকবেন ফিন অ্যালেন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁকে মার্টিন গাপ্টিলের পরিবর্তে খেলানো হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ১৬ বলে ৪২ রান করেছিলেন। কিন্তু তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। পরের ৬টি টি-টোয়েন্টি ম্যাচে সব মিলিয়ে ৫৬ রান করেছেন। গড় মাত্র ৯.৩৩। তাঁর ওপর সফল হওয়ার প্রবল চাপ থাকবে।


মুখোমুখি


টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যুযুধান ভারত ও নিউজিল্যান্ড


কোথায় খেলা


রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। টস হবে ৬.৩০-এ।


কোথায় দেখবেন


ডিডি স্পোর্টস ও স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস এইচডি-তে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


মোবাইলে দেখবেন কীভাবে


ডিজনি প্লাস হটস্টার অ্যাপে ম্যাচ দেখা যাবে সরাসরি


মহেন্দ্র সিংহ ধোনির শহরে ভারতীয় দল চাইবে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে। রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচে কখনও হারেনি ভারত। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে। সেই রেকর্ড কি আজ অক্ষুণ্ণ থাকবে?


 






আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৮ উইকেটে দুরমুশ করে বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা