নটিংহ্যাম: বৃষ্টির জন্য চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ বাতিল হয়েছে। আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচও এখনও পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। ফের বৃষ্টি শুরু হওয়ায় এই ম্যাচও বাতিল করে দিতে বলেই মনে হচ্ছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আইসিসি-কে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মতে, ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন করার আগে আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা উচিত ছিল আইসিসি-র।