IND vs SA, 1st T20 Live: জোড়া হাফসেঞ্চুরিতে বাজিমাত রাহুল-সূর্যর, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল ভারত

IND vs SA, 1st T20, Greenfield Stadium: দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

ABP Ananda Last Updated: 28 Sep 2022 10:20 PM
IND vs SA, 1st T20 Live: ৮ উইকেটে জয়ী ভারত

দুরন্ত হাফসেঞ্চুরি কে এল রাহুল (৫১ অপরাজিত) ও সূর্যকুমার যাদবের (৫০ অপরাজিত)। ১৬.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত।

IND vs SA, 1st T20 Live: ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৭৭/২

১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৭৭/২।

IND vs SA, 1st T20 Live: ৭ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/২

রোহিত শর্মাকে (০ রান) ফেরালেন কাগিসো রাবাডা। অনরিক নোখিয়ার বলে কট বিহাইন্ড বিরাট কোহলি (৩)। ৭ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/২।

IND vs SA, 1st T20 Live: ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান

রান তাড়া করতে নেমে ২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান।

IND vs SA, 1st T20 Live: ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলল ১০৬/৮

৩৫ বলে ৪১ রান করে হর্ষল পটেলের বলে ফিরলেন কেশব মহারাজ। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলল ১০৬/৮।

IND vs SA, T20 Live: ১৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৭২/৭

৩৭ বলে ২৪ রান করে অক্ষর পটেলের বলে ফিরলেন ওয়েন পার্নেল। ১৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৭২/৭।

IND vs SA, 1st T20 Live: ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৪৮/৬

এইডেন মারক্রাম (২৪ বলে ২৫ রান)-কে ফেরালেন হর্ষল পটেল। ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৪৮/৬।

IND vs SA, 1st T20 Live: ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৩০/৫

দীপক চাহারের বলে কোনও রান না করে ফিরলেন ট্রিস্টান স্টাবস। ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৩০/৫।

IND vs SA, 1st T20 Live: ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৮/৪

দ্বিতীয় ওভারে দুরন্ত অর্শদীপ সিংহ। এক ওভারে তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার তিন উইকেট। পরপর ফিরিয়ে দিলেন কুইন্টন ডি'কক (১), রিলি রুসো (০) ও ডেভিড মিলার (০)-কে। ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৮/৪।

IND vs SA, T20 Live: বাভুমাকে বোল্ড করে দিলেন দীপক চাহার

প্রথম ওভারেই তেম্বা বাভুমাকে (০) বোল্ড করে দিলেন দীপক চাহার। ১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ১/১।

IND vs SA, T20 Live: বুমরার পরিবর্তে দলে দীপক

সদ্য ফিট হয়ে দলে ফিরেছেন। কিন্তু পিঠে ফের ব্যথা হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না যশপ্রীত বুমরা। তাঁর পরিবর্তে প্রথম একাদশে দীপক চাহার।

প্রেক্ষাপট

তিরুঅনন্তপুরম: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আত্মবিশ্বাসে টগবগ করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আজ, বুধবার থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। দুর্গাপুজোর আবহে বাঙালি ক্রিকেটপ্রেমীরা অবশ্য আর এক অপেক্ষায় রয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে আজ কি ভারতের একাদশে সুযোগ পাবেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ?


দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। বুধবার থেকে শুরু হতে চলা প্রোটিয়া চ্যালেঞ্জের জন্য পরিবর্ত হিসেবে একেবারে শেষ মুহূর্তে মেন ইন ব্লু শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে উমেশ যাদব (Umesh Yadav) ও শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)। 


পিঠে চোট পেয়েছেন দীপক হুডা (Deepak Hooda)। যার জেরে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। হুডাকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাডাডেমিতে (NCA) পাঠানো হয়েছে শুশ্রুষার জন্য। কন্ডিশনিংয়ের জন্য এনসিএ-তে পাঠানো হয়েছে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ভুবনেশ্বর কুমারকেও (Bhuvneshwar Kumar )। করোনার থাবা কাটিয়ে উঠে সম্পূর্ণ ফিট হতে পারেননি মহম্মদ শামিও (Mohd. Shami)। ফিটনেস ও সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য তাঁকে চলতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাইরে রাখা হয়েছে।


শাহবাজকে কি খেলানো হবে? ভারতীয় দল সূত্রে খবর, স্পিনার অলরাউন্ডার হিসাবে দৌড়ে এগিয়ে অক্ষর পটেল। অক্ষর ছন্দেও রয়েছেন। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও। তাই বঙ্গ ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তিন পেসার হিসাবে খেলার কথা যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ ও দীপক চাহারের। সব কিছু ঠিকঠাক চললে ফের প্রথম একাদশে একসঙ্গে দেখা যেতে পারে দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে। তবে পন্থ খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে। উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন ডিকে।


দক্ষিণ আফ্রিকার প্রথম দলে ফিরবেন তেম্বা বাভুমা। যিনি চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তবে সেক্ষেত্রে বদলে যেতে পারে ওপেনিং জুটি। রিজা হেনড্রিকস দুরন্ত ছন্দে আছেন। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু বাভুমা ফিরলে হেনড্রিকস কি তিন নম্বরে নামবেন? দেখার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অনুরাগীরা।


আরও পড়ুন: দলে বাংলার শাহবাজ, প্রোটিয়া চ্যালেঞ্জের ভারতীয় স্কোয়াডে শ্রেয়স, উমেশরাও

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.