এবেখা: ডারবানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। বাকি দুই ম্যাচেও গ্যালারি ভরে যাওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা করার আগে ভারতের বিরুদ্ধে সিরিজের এই দুই ম্যাচই আর পাবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন প্রোটিয়ারা। কিন্তু সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ শুরুর ঠিক আগে। দক্ষিণ আফ্রিকার কাছে তাই গুরুত্ব পাবে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পারফরম্যান্সও। ঠিক যেমন ভারত নির্ভর করে থাকবে আইপিএল পারফরম্যান্সের দিকে। যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব।
ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। ম্যাচ শুরু তো দূর অস্ত, টসই করা যায়নি। এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা - দুই দলের হাতেই পড়ে রয়েছে মাত্র ৫টি করে টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ় ও আমারিকার মাটিতে আয়োজিত বিশ্বকাপের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইবে দুই দলই। যে পরিকল্পনা বেশ কিছুটা ধাক্কা খেয়েছে রবিবার প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায়। মঙ্গলবার তাই দুই দলই চাইবে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে।
কাদের ম্যাচ
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা
ম্যাচটি হবে দক্ষিণ আফ্রিকার এবেখা শহরে
কখন শুরু
ম্যাচ শুরু হবে রাত ৮.৩০-এ। তার ৩০ মিনিট আগে, রাত ৮টায় হবে টস
কোথায় দেখবেন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
যাঁরা স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে ম্যাচ দেখতে চান, তাঁরা ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন খেলা
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।