IND vs SA, 4th T20 Live: ৮২ রানে বিরাট জয়, টি-টোয়েন্টি সিরিজ জমিয়ে দিল ভারত

IND vs SA, 4th T20, Saurashtra Cricket Association Stadium: প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে প্রথম একাদশে বদল করেনি ভারত। যেন দলের ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া যে, কঠিন সময়ও দল তোমাদের পাশে রয়েছে।

abp ananda Last Updated: 17 Jun 2022 10:27 PM
IND vs SA, 4th T20 Live: ভারত জয়ী ৮২ রানে

৮৭ রানে ৯ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা রিটায়ার্ড হার্ট হওয়ায় ৮৭তেই অল আউট প্রোটিয়ারা। ভারত জয়ী ৮২ রানে। সিরিজ ২-২।

IND vs SA, 4th T20 Live: ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৮/৭

আবেশ খানের এক ওভারে পরপর ফিরলেন রাসি ফান দার দাসেন, মার্কো জানসেন ও কেশব মহারাজ। ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৮/৭।

IND vs SA, 4th T20 Live: ১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৭৩/৪

১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৭৩/৪।

IND vs SA, T20 Live: ক্লাসেনকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল

হেনরিক ক্লাসেনকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৫/৩।

IND vs SA, 4th T20 Live: ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৬/২

১৪ রান করে রান আউট কুইন্টন ডি'কক। আবেশ খানের বলে কট বিহাইন্ড হলেন ডোয়েন প্রিটোরিয়াসও (০)। ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৬/২।

IND vs SA, 4th T20 Live: ৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০/০

রান তাড়া করতে নেমে ৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০/০।

IND vs SA, 4th T20 Live: ২০ ওভারে ভারত তুলল ১৬৯/৬

৩১ বলে ৪৬ রান হার্দিকের। ২৭ বলে ৫৫ রানে দীনেশ কার্তিকের। ২০ ওভারে ভারত তুলল ১৬৯/৬।

IND vs SA, T20 Live: ১৮ ওভারের শেষে ভারত ১৩৯/৪

রাজকোটে ডিকে শো। পন্থ ২৩ বলে ১৭ রান করে ফেরার পর ভারতের রান ওঠার গতি থমকে যাবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু ২২ বলে ৪৩ রানে অপরাজিত কার্তিক। সঙ্গে হার্দিকও ছন্দে। ১৮ ওভারের শেষে ভারত ১৩৯/৪।

IND vs SA, T20 Live: ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৬২/৩

১১ ওভারের শেষে ভারতের স্কোর ৬২/৩। ক্রিজে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য।

IND vs SA, T20 Live: ভারতের স্কোর ৪০/৩

মার্কো জানসেনের বলে এলবিডব্লিউ শ্রেয়স আইয়ার (৪ রান)। প্রথম বলেই উইকেট নিলেন এনরিক নোখিয়া। ফেরালেন ঈশান কিষাণকে (২৬ বলে ২৭ রান)। ৬.৩ ওভারে ভারতের স্কোর ৪০/৩।

IND vs SA, T20 Live: গায়কোয়াড়কে ফেরালেন লুনগি এনগিডি

রুতুরাজ গায়কোয়াড়কে ফেরালেন লুনগি এনগিডি। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৩/১।

IND vs SA, T20 Live: দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি'কক

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন কুইন্টন ডি'কক। ভারতীয় দল অপরিবর্তিত রইল।

প্রেক্ষাপট

রাজকোট: পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত। সিরিজের মঞ্চ পাল্টে গিয়েছে। কিন্তু ছবিটা অপরিবর্তিত। কটকের বরাবাটি স্টেডিয়ামে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচাতে নেমেছিল ভারত (Ind vs SA)। শুক্রবার রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠেও প্রোটিয়াদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ টিম ইন্ডিয়ার (Team India)। যে ম্যাচ জিতলে টি-টোয়েন্টি সিরিজ বেঁচে থাকবে। আর হারলে শেষ ম্যাচ হয়ে পড়বে নিয়মরক্ষার।


আর এই পরিস্থিতিতে ভারতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে দলীয় সংহতি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই একই দল খেলিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচ হারতে হলেও তৃতীয় ম্যাচে প্রথম একাদশে কোনও বদল করেনি টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। যেন দলের ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া যে, কঠিন সময়ও দল তোমাদের পাশে রয়েছে।


যার ফলও মিলেছে হাতেনাতে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নজির গড়ে জিতেছে ভারত। যে ম্যাচে ভারতীয় ওপেনাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দ্বৈরথের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ছন্দে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। যিনি এই সিরিজে বাড়তি দায়িত্বও পেয়েছেন। দলের সহ অধিনায়ক তিনি।


তবে রাজকোটে ভারতীয় দলের কাঁটা হতে পারেন কুইন্টন ডি'কক। ভারতের বিরুদ্ধে যাঁর ঈর্ষণীয় রেকর্ড। আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। আইপিএলের নতুন দল লখনউ সুপারজায়ান্টসকে প্লে অফে তোলার নেপথ্যে অন্যতম বড় কারণ ছিল ডি'ককের ফর্ম। তবে কব্জির চোটের জন্য তিনি সিরিজের দুটি ম্যাচে খেলতে পারেননি। ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছে প্রোটিয়া শিবিরও। তবে ভারতীয় দলের জন্য খারাপ খবর হল, কুইন্টনের চোট আগের চেয়ে অনেকটাই ভাল। বৃহস্পতিবার নেটে ব্যাটও করেছেন। তিনি খেলতে পারলে ভারতীয় বোলারদের কাজটা যে অনেক কঠিন হয়ে পড়বে, বলার অপেক্ষা রাখে না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.