জোহানেসবার্গ: ভারতের (IND vs SA) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ৭ জানুয়ারি শেষ হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচের সিরিজ ছাড়াও দুটি টেস্ট খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।


এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন মিহলালি মঙ্গাওনা, ডেভিড বেডিংহাম ও নান্দ্রে বার্গার। তিন দলেই রাখা হয়েছে পেসার বার্গারকে। বেডিংহাম সুযোগ পেয়েছেন শুধু টেস্ট দলে। 


তবে সবচেয়ে বড় চর্চার বিষয় সীমিত ওভারের দল থেকে তেম্বা বাভুমা ও কাগিসো রাবাডার বাদ পড়া। সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হন প্রোটিয়ারা। বিশ্বকাপে বাভুমার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অধিনায়ক ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন। অনেকে দক্ষিণ আফ্রিকার ফের খালি হাতে বিশ্বকাপ থেকে ফেরার কারণ হিসাবে বাভুমার ব্যর্থতাকে দায়ী করেন। তারপরই দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বাভুমা। সঙ্গে রাবাডাও। যদিও বলা হয়েছে, টেস্টে বেশি মনোনিবেশ করার জন্যই সীমিত ওভারের ক্রিকেটে নেই দুই তারকা। ২৬ ডিসেম্বর বক্সিং ডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওট্টনিয়েল বার্টমান, ম্যাথু ব্রিৎজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ে (প্রথম দুই ম্যাচের জন্য), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন (প্রথম দুই ম্যাচের জন্য), হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুনগি এনগিডি (প্রথম দুই ম্যাচের জন্য), অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবারেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।


ওয়ান ডে দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওট্টনিয়েল বার্টমান, নান্দ্রে বার্গার, টোনি দে জোর্জি, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি মঙ্গাওনা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, অ্যান্ডাইল ফেলুকায়ো, তাবারেজ শামসি, রাসি ফান ডার ডাসেন, কাইল ভেরেইন ও লিজাড উইলিয়ামস।


টেস্ট দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজ়ে, টোনি দে জোর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার, লুনগি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন।


আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।