গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে উদ্বেগ ভারতীয় শিবিরে। শনিবার অনুশীলনের সময় বাঁ হাতের কড়ে আঙুলে চোট পেলেন অধিনায়ক বিরাট কোহলি।
খবরে প্রকাশ, ভারতের অনুশীলনের প্রথম ভাগে ঘটনাটি ঘটে। সেই সময় টিম ইন্ডিয়ার ফিল্ডিং অনুশলীন চলছিল। একটি ক্যাচ ধরতে গিয়ে তিনি হাতে চোট পান। দলের ফিজিও নিতিন পটেলকে দেখা যায় ম্যাজিক স্প্রে দিয়ে কোহলির শুশ্রুষা করছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত কোহলির চোটের পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে, যদি তিনি রবিবার প্রথম ম্যাচে না খেলেন, তাহলে তা দলের কাছে বড় ধাক্কা হবে। এদিকে, এদিনের অনুশীলনে একজনই অনুপস্থিত ছিলেন। তিনি দলের নির্ভরযোগ্য স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
প্রসঙ্গত, প্রায় ২২ মাস পর টি-২০ ম্যাচে সম্মুখীন ভারত ও শ্রীলঙ্কা। একদিকে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ টি-২০ সিরিজ জিতেছে ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ক্যাঙারুদের হাতে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ হেরে ফিরেছে লঙ্কা-বাহিনী।